Connect with us

টি-টোয়েন্টি বিশ্বকাপ

যত ওপেনারই খেলুক তামিমই সেরা: পাপন


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

।। ডেস্ক রিপোর্ট ।।

পর্যাপ্ত ম্যাচ খেলার ঘাটতি এবং পারিপার্শ্বিক বিষয়ের কথা বিবেচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপে বাঁহাতি এই ওপেনার না থাকলেও নাজমুল হাসান দাবি করেছেন যে, যত ওপেনারই খেলুক তাঁর কাছে তামিমই সেরা ওপেনার।

বিশ্বকাপ দল থেকে তামিম নিজেকে সরিয়ে নেয়ার পর গুঞ্জন ওঠেছিল টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় ছিলেন না তিনি। যদিও তামিম নিজেকে সরিয়ে নিয়েছেন ম্যাচ খেলার ঘাটতি থাকার কারণে। বাংলাদেশের বিশ্বকাপ দলে তিন ওপেনার থাকলেও ছন্দে নেই তারা। 

স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। তাঁদের ব্যর্থতার পর পাপন তামিমের অভাববোধ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে সেরা ওপেনার হিসেবে দাবি করেছেন তিনি। 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘একটা জিনিস সর্বশেষ বলে দিচ্ছি, যত ওপেনারই খেলুক না কেন তামিমের চেয়ে ভালো ওপেনার একটাও নাই। দেখেন কে কি মনে করলো আমার জানার দরকার নাই। আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে মনে করি আমার বুদ্ধি বিবেচনায় তামিম সেরা ওপেনার। এই ব্যাপারে কোন সন্দেহ নাই।’

তামিমের মতো আরও একজন ক্রিকেটারের বিশ্বকাপ খেলার কথা ছিল না বলে দাবি করেছেন পাপন। যদিও সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেননি তিনি। বিসিবি সভাপতি সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন যে, তাঁর কাছে আবেগের জায়গা নেই এবং কারও খেলতে চাইলে খেলবে আর ইচ্ছে না হলে খেলবে না।

পাপন বলেন, ‘একটা জিনিস আপনাদের বলতে পারি, তামিমের না খেলার ব্যাপারটা আপনারা জানার অনেক আগেই আমি জানি। এমনকি আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এরকম তথ্যও আমার কাছে ছিল। কিন্তু খেলছে। আমার কথা হচ্ছে এগুলা মনের মধ্যে রাখার তো কিছু নাই খেললে খেলবে না খেললে নাই। সোজা বলে দেবে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু অভিমান করে বলে দেবে আমি খেলব না এটা আমার কাছে গ্রহণ যোগ্য না। কার সাথে অভিমান দেশের সাথে? এদেশেই তো থাকতেছে সে। এই ধরণের আবেগের কোন জায়গা নেই। আমার কথা হচ্ছে কেউ খেলতে চাইলে খেলবে না চাইলে খেলবে না।’

সর্বশেষ

৭ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২১

বাংলাদেশের ব্যাটারদের তাড়াহুড়োর কারণ জানেন না সুজন

৭ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২১

বাংলাদেশকে দুইবার অল আউট করে জিততে চায় পাকিস্তান

৭ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২১

নভেম্বরে আইসিসির সেরা নারী ক্রিকেটার হওয়ার দৌড়ে নাহিদা

৭ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২১

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন

৭ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২১

ভারতকে উড়িয়ে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়

৭ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২১

৩ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে কোলপাকে যাওয়া অলিভিয়ার

৭ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২১

পেস বোলিং ছেড়ে স্পিনার হওয়াটা সেরা সিদ্ধান্ত ছিল: প্যাটেল

৭ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২১

মাঠের লড়াইয়ে নামার আগে পেইনের পরামর্শ নেবেন কামিন্স

৭ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২১

অ্যাশেজের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না অ্যান্ডারসনের

৭ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২১

পাকিস্তানের ইনিংস ঘোষণার পর বাংলাদেশের বিপর্যয়

আর্কাইভ

বিজ্ঞাপন