টি- টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ কখনোই ম্যাচে ছিল না: নাফিস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:40 সোমবার, 18 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

প্রস্তুতি ম্যাচগুলোর মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ডের বিপক্ষেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডকে ১৪০ রানে আটকে দিয়েও শেষপর্যন্ত ম্যাচ জিততে পারেনি লাল-সবুজের দল। বাংলাদেশের পুরো ইনিংস জুড়েই ব্যাটারদের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশের ভঙ্গুর ইনিংস দেখে লিটন দাস-মাহমুদউল্লাহ রিয়াদরা যে ম্যাচে রয়েছে তেমনটি কখনোই মনে হয়নি শাহরিয়ার নাফিসের।

নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের দেয়া ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ রানে হেরেছে বাংলাদেশ। মাঝে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে জয়ের দৌড়ে টিকে ছিল টাইগাররা। তবে মিডল ও লোয়ার অর্ডার ব্যাটাররা হাল ধরতে না পারায় ম্যাচের লাগাম টানতে পারেনি মাহমুদউল্লাহর দল।

মাঝারি সংগ্রহ গড়েও বোলিংয়ের সময় বেশ আত্মবিশ্বাসী ছিলেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা। ফিল্ডিংয়ে নেমে তারা যে দলীয় পারফরম্যান্সে দেখিয়েছে তা দেখে মুগ্ধ নাফিস। বিপরীতে বাংলাদেশের ম্যাড়ম্যাড়ে ব্যাটিংয়ের সমালোচনা করেছেন বাংলাদেশ দলের সাবেক এই ওপেনার।

এ প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে নাফিস বলেন, ‘স্কটল্যান্ড যখন বোলিংয়ে নামল তারা নিখুঁতভাবে বোলিং করছিল। তাদের পুরো দলের মধ্যকার শৃঙ্খলা দেখার মতো ছিল। ফিল্ডিংয়েও ওরা দারুণ ছিল। কিন্তু বাংলাদেশকে দেখে মনে হয়েছে তারা কখনোই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল না। ম্যাচের মোমেন্টাম সবসময়ই স্কটল্যান্ডের দিকে ছিল কিন্তু বাংলাদেশ প্রতিযোগিতায় থাকতে পারেনি।'

শুরুতে ব্যাটিং নেমে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল স্কটল্যান্ড। সেখান থেকে ৫১ রানের জুটি গড়ে স্কটল্যান্ডকে টেনে তোলায় ক্রিস গেভস ও মার্ক ওয়াটের প্রশংসা করেন নাফিস। মূলত তখনই ম্যাচের মোমেন্টাম ঘুরে যায় বলে মনে করছেন নাফিস।

তিনি বলেন, 'হারের পেছনে আমি একটি কার‌ণ বলতে চাই- টি-টোয়েন্টি ক্রিকেট মোমেন্টামের ওপর নির্ভর করে। স্কটল্যান্ড ৫৩ রানে ৬ উইকেট হারানোর পর তখন তারা একটি ভালো জুটি গড়ে ফেলল। ব্যাটার হিসেবে ৪৫ রান করে ক্রিস গ্রিভস ও তাকে সঙ্গ দিয়ে মার্ক ওয়াট ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। তারা যে খুব বেশি করে ফেলেছে তা নয়, কিংবা অনেক বেশি রান করেছে সেটাও নয়। তবে তারা বোলারদের জন্য ম্যাচ বাঁচিয়ে রাখতে যথেষ্ট রান করে দিয়েছিল।’