টি- টোয়েন্টি বিশ্বকাপ

আমরা সমর্থকদের হতাশ করেছি: মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:48 সোমবার, 18 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় খুবই হতাশ মাহমুদউল্লাহ রিয়াদ। তুলনামূলক খর্বশক্তির দল স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় মর্মাহত হয়েছে ওমান ও সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের সমর্থকরা। দর্শকদের হতাশ করার কথা অকপটে স্বীকারও করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

ম্যাচ শেষে গণমাধ্যমে মাহমুদউল্লাহ বলেন, 'সমর্থকরা দারুণ ছিল। মাঠটাও দারুণ। উইকেটও বেশ সুন্দর। আমরা খুব ভালো সমর্থন পেয়েছি। আমি মনে করি, আমরা তাদের হতাশ করেছি।'

আর আমেরাত স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৪০ রান করেছে স্কটল্যান্ড। জবাবে ২০ ওভারে সাত উইকেটে ১৩৪ রান করে থেমে যায় বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান আসে মুশফিকুর রহিমের ব্যাটে। এছাড়া মাহমুদউল্লাহ ২৩ ও সাকিব আল হাসান ২০ রান করেন। শেষদিকে শেখ মেহেদি ৫ বলে ১৩* রান করলেও পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ আরও বলেন, 'আমি খুবই হতাশ। আমি মনে করি, এসব উইকেটে ১৪০ রান অবশ্যই অতিক্রম করা যেত। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা অনেক কিছুই ঠিকভাবে করতে পারিনি। আমাদের সেসব জায়গায় নজর দিতে হবে। যেন আমরা সেখানে ভালো করতে পারি।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের বাকি দুই ম্যাচ বাংলাদেশ খেলবে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে। যথাক্রমে আগামি ১৯ এবং ২১ অক্টোবর একই স্টেডিয়ামে খেলতে নামবে তারা।