টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টিতে কোনো দলকে ছোট করে দেখতে পারবেন না: কোয়েটজার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:46 সোমবার, 18 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দেখায় বাংলাদেশকে হারিয়েছিল স্কটল্যান্ড। প্রায় ৯ বছর বিশ্বকাপে নিজেদের মিশন শুরুর ম্যাচে আবারও বাংলাদেশকে হারিয়েছে স্কটিশরা। যা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন। তবে স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার মনে করেন, টি-টোয়েন্টিতে কোনো দলকে ছোট করে দেখতে পারবেন না।

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে হুঙ্কার দিয়ে রেখেছিল স্কটল্যান্ডের কোচ শেন বার্জার। যেখানে বাংলাদেশকে ওমান এবং পাপুয়া নিউ গিনির কাতারে রেখেছিলেন তিনি। যদিও স্কটিশদের এমন হুঙ্কারে বিচলিত হননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে মাঠের ক্রিকেটে বার্জারের সেই হঙ্কারের জবাব দিতে পারেনি বাংলাদেশ। 

এদিনে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছিল স্কটল্যান্ড। যদিও ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তাঁরা। যেখানে আঁটসাঁট বোলিং করেছিলেন সাকিব আল হাসান-শেখ মেহেদি হাসানরা। এমন বোলিংয়ের জন্য বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিয়েছেন কোয়েটজার। 

ম্যাচ শেষে এ প্রসঙ্গে স্কটল্যান্ডের অধিনায়ক কোয়েটজার বলেন, ‘বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে হবে। তারা তাদের দক্ষতা দেখিয়েছে। তারা আমাদের চেপে ধরেছিল। কিন্তু টি-টোয়েন্টিতে আপনি কাউকে ছোট করে দেখতে পারবেন না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো হারালেও নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি বলেন মনে করেন কোয়েটজার। এদিকে স্কটিশ অধিনায়কের দাবি, প্রতিপক্ষকে হারাতে হলে তাঁদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে।

কোয়েটজার বলেন, ‘আমরা এটা বুঝতে পারি যে কাউকে হারাতে হলে আমাদের খুব ভালো খেলতে হবে। আমরা নিশ্চিতভাবেই বাংলাদেশের মতো ভালো দলের বিপক্ষে নিজেদের পূর্ণশক্তির খেলাটা খেলতে পারিনি।’