টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে না পাকিস্তান: আগারকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:15 রবিবার, 17 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের মুল পর্বের লড়াই শুরুর আগেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় ব্যস্ত দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। সাম্প্রতিক ফর্ম ও পূর্বের ইতিহাস পর্যালোচনা করে বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে ভারতকে এগিয়ে রাখছেন অজিত আগারকার। পাকিস্তান সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারবে না বলে মনে করেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। রাজনৈতিক বৈরিতার কারণে বর্তমানে দ্বিপাক্ষিক সিরিজ না হলেও আইসিসির বৈশ্বিক ইভেন্টে খেলতে দেখা যায়। এবারের বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। ২৪ অক্টোবর মাঠের লড়াইয়ে নামবে তাঁরা। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ২০০৭ সালে এই পাকিস্তানকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা জিতেছিল ভারত। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল তারা। সে কারণে পাকিস্তানকে হুমকি মনে করছেন না আগারকার।

এ প্রসঙ্গে আগারকার বলেন, ‘ভারত এবং পাকিস্তান যখন একে অপরের বিপক্ষে খেলে তখন বাজিমাত সব সময়ই বেশি থাকে। কিন্তু ভারতের  বর্তমান ফর্ম অনুসারে এবং পরিসংখ্যানগুলো বিবেচনায় নিলে আমি মনে করি না যে পাকিস্তান এত বেশি চ্যালেঞ্জ তৈরি করবে।’

এরপরও পাকিস্তানকে হালকাভাবে না নিতে ভারতের ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক এই পেসার। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। সে কারণে প্রতিবেশীদের বিপক্ষে ম্যাচটিতে কোহলিদের সতর্ক থাকতে বলেছেন তিনি।

৪৩ বছর বয়সী আগারকার বলেন, ‘এটা বলার পর, আমি মনে করি না যে আমাদের প্রতিবেশীদেরকে হালকাভাবে নেওয়া উচিৎ। কারণ ক্রিকেট একটি মজার খেলা, এবং যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় পরিবর্তন হতে পারে, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে।’