টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির মেন্টর টেলর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:33 রবিবার, 17 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের স্কোয়াডে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে সম্পৃক্ত থাকছেন রস টেলর। ক্রিকেটার নয় মেন্টর হিসেবে কাজ করবেন ডানহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টেলরকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে পাপুয়া নিউ গিনি।

বছর খানেক আগেও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন টেলর। তবে হঠাৎই টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারান অভিজ্ঞ এই ক্রিকেটার। ২০২০ সালের নভেম্বরের পর থেকে কিউইদের জার্সিতে ২০ ওভারের ক্রিকেট খেলতে দেখা যায়নি তাঁকে। 

দলে অনিয়মিত হওয়ায় জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডেও। তবে নিউজিল্যান্ডের হয়ে ১০২ টি টি-টোয়েন্টি খেলা টেলরের অভিজ্ঞতা কাজে লাগাতে ভুল করেনি পাপুয়া নিউ গিনি। যে কারণে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া পাপুয়া নিউ গিনি তাঁদের মেন্টর হিসেবে টেলরকে দায়িত্ব দিয়েছে।

কিউইদের হয়ে ১০২ ম্যাচ খেলা টেলর ২৬.১৫ গড়ে ১৯০৯ রান করেছেন। ডানহাতি এই ব্যাটসম্যানের ক্যারিয়ার সেরা ইনিংস ৬৩ রান। এদিকে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সাতটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। 

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে পাপুয়া নিউ গিনি। বিশ্বকাপের বাছাই পর্বের ‘বি’ গ্রুপে খেলছে তাঁরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ বাংলাদেশ, ওমান ও স্কটল্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী দিনে ওমানের মোকাবেলা করছে আসাদ ভালার দল।