ভারতীয় ক্রিকেট

দ্রাবিড়ের কোচ হওয়া প্রসঙ্গে কিছুই জানেন না কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:18 রবিবার, 17 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের ক্রিকেটে দলের অভ্যন্তরে অনেক বিষয়েই কলকাঠি নেড়ে থাকেন অধিনায়করা। পছন্দ মতো ক্রিকেটার নির্বাচন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোতেও নাক গলান তারা। সে হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় দলের প্রধান কোচ হচ্ছেন, বিষয়টি সম্পর্কে অধিনায়ক বিরাট কোহলির অবগত থাকার কথা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোহলি এতটাই মগ্ন যে, দ্রাবিড়ের কোচ হওয়া প্রসঙ্গে কিছুই জানেন না তিনি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। এরপর নতুন করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি নন তিনি। নতুন কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে দায়িত্ব দিতে চলেছে বিসিসিআই।

প্রথমে বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সিরিজের জন্য অন্তবর্তীকালীন কোচ হতে রাজি ছিলেন দ্রাবিড়। তবে শেষপর্যন্ত পূর্ণ মেয়াদের কোচ হতে দ্রাবিড়কে রাজি করতে সামর্থ্য হন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহ। দলের মধ্যে এত কান্ড ঘটে যাচ্ছে সে সব বিষয়ে কোনো আগ্রহই নেই কোহলির।

এ প্রসঙ্গে কোহলি বলেন, ‘দেখুন, বতর্মানে আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা। কোচ প্রসঙ্গে দলের অভ্যন্তরে কী হচ্ছে সে সম্পর্কে আমার কোন ধারণা নেই। এমনকি এ নিয়ে কারো সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনাও হয়নি। কিন্তু অন্য দলের মতো আমাদেরও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাই মূল লক্ষ্য। তবে আমি মনে করি গত ৫-৬ বছর ধরে আমরা যা করে দেখিয়েছি তা শিরোপা জয়ের চেয়ে কোনো অংশে কম নয়।’

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জিতেছিল ভারত। এরপর ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে চারটি বিশ্বকাপ আয়োজিত হলেও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। তাই এবারের আসরকে বেশ গুরুত্ব দিচ্ছেন কোহলি। চ্যাম্পিয়ন হতে নিজেদের সেরাটা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

কোহলি বলেন, ‘আইসিসির ট্রফি জেতা নিঃসন্দেহে আমাদের দলের সবার জন্য দারুণ মুহুর্ত হবে। এটা দলের জন্য অবিশ্বাস্য অর্জন। আমরা এটি অর্জন করার জন্য বেশ অনুপ্রাণিত। আমরা এর জন্য নিজেদের সেরাটা নিঙরে দেব।’