টি-টোয়েন্টি বিশ্বকাপ

মুস্তাফিজদের কাছে পরীক্ষা দিতে তর সইছে না মানজির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:02 রবিবার, 17 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র দুজন বোলার ১০০ বা তাঁর অধিক উইকেটে পেয়েছেন। যার একজন বাংলাদেশের সাকিব আল হাসান। ১০৬ উইকেট নিয়ে বর্তমানে সাকিবের অবস্থান দুইয়ে। এদিকে বর্তমান সময়ে বল হাতে দারুণ সময় পার করছেন মুস্তাফিজুর রহমান। অভিষেকের পর থেকেই স্লোয়ার-কাটার দিয়ে ব্যাটসম্যানদের ভ্যাবাচ্যাকা খাওয়াতে বেশ পটু বাঁহাতি এই স্পিনার। বাংলাদেশের দলে রয়েছেন শেখ মেহেদি ও নাসুম আহমেদের মতো সম্ভাবনাময়ী স্পিনার। বাংলাদেশের বোলারদের বিপক্ষে নিজেকে পরীক্ষা করতে তর সইছে না জর্জ মানজির। 

স্কটল্যান্ডের ব্যাটিং ইউনিটের ভরসার নাম মানজি। এখন পর্যন্ত স্কটল্যান্ডের হয়ে ৪৩ টি-টোয়েন্টিতে ২৯.৪২ গড়ে করেছেন ১১১৮ রান। যেখানে তাঁর স্ট্রাইক রেট ১৫৩.৩৬। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্কটল্যান্ডের বাজির ঘোড়া হতে পারেন তিনি। 

সেই মানজিই অপেক্ষায় বাংলাদেশের বোলারদের মুখোমুখি হওয়ার। যেখানে নিজের ব্যাটিং সত্তার পরীক্ষা করতে চান মানজি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেরা কিছু বোলারের বিপক্ষে নিজেকে পরীক্ষা করার জন্য আমার তর সইছে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত একমাস ধরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থান করছে স্কটল্যান্ড। এই সময়ে বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারা। এই সময়ে কোন ম্যাচ হারেনি স্কটিশরা। যা বিশ্বকাপে তাদেরকে খানিকটা এগিয়ে রাখবে। নিজেদের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী ‍মানজি।

তিনি বলেন, ‘আমরা এখন ভালো একটি জায়গায় আছি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর থেকে এক মাস ধরে আমরা একসঙ্গে রয়েছি। আমরা নিজেদের ভালোভাবে প্রস্তুত করেছি।’