আইপিএল

ধোনিকে ধরে রাখছে চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:50 রবিবার, 17 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে সদ্য সমাপ্ত আসরেও শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানা গেছে, আগামী মেগা নিলামে তাঁকে প্রথম ক্রিকেটার হিসেবে ধরে রাখবে চেন্নাই।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। কিন্তু এখনও চালিয়ে যাচ্ছেন আইপিএল। সর্বশেষ আসরে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। তবে তাঁর বুদ্ধিদীপ্ত নেতৃত্বে দল শিরোপা জিতেছে। এ নিয়ে চেন্নাইকে চার বার শিরোপা জিতিয়েছেন ধোনি।

চেন্নাই ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা বলেন, ‘ধোনিকে প্রথম ক্রিকেটার হিসেবে রেখে দিবে চেন্নাই এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার আগে খেলোয়াড় ধরে রাখার নিয়ম সম্পর্কে আমাদের জানা উচিত, আমরা এখনও জানি না একটা দল কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। যদি ধরে রাখার সুযোগ পায়, তাহলে প্রথমেই ধোনিকে রাখব।’

তিনি আরও বলেন, ‘যেকোনো ফ্র্যাঞ্চাইজি ধোনির মতো একজন ক্রিকেটারকে ধরে রাখতে চাইবে। দুটি নতুন দল আসছে তাই আরও বেশি জমজমাট লড়াই হবে। এখানে অনেক ব্যাপার আছে তবে আপাতত আমি বলছি আমরা ধোনিকে রাখব। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী বাকিদের ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’

আগামী আসরের আগে মেগা নিলামের ঘোষণা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাই ধারণা করা হচ্ছে দলগুলো সর্বোচ্চ দুই-তিন জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। মেগা নিলামে চেন্নাই নজর রাখবে তরুণ ক্রিকেটারদের ওপর। যারা দীর্ঘদিন দলকে সার্ভিস দিতে পারবে।

সেই ব্যক্তি আরও বলেন, ‘আমি আবারও বলছি এটা বিসিসিআইয়ের ওপর নির্ভর করছে। নতুন দুটি দল আসছে...চেন্নাইয়ের জন্য কোনটা ভালো হবে তা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবো। আমরা শুধুই তিন-চারে থাকতে চাই না। শক্তিশালী দল গড়তে চাই যাতে ফ্র্যাঞ্চাইজি না ভোগে। আগামী ১০ বছর দলে পারফর্ম করতে পারবে এমন ক্রিকেটারদের দিকে নজর থাকবে।’