টি- টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ শিবিরে ফাটল ধরাতে মুখিয়ে আছেন স্কটল্যান্ডের কোচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:42 রবিবার, 17 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে রবিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে স্কটল্যান্ড। মাঠের লড়াইয়ে নামার আগেই লাল-সবুজের দলকে হুঙ্কার দিয়ে রাখলেন স্কটল্যান্ডের প্রধান কোচ শেন বার্জার।

বিশ্বকাপ মিশন শুরুর আগে ঘরের মাঠে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়েতেও সিরিজ জিতেছে টাইগাররা। সবমিলিয়ে আত্মবিশ্বাসী এক বাংলাদেশের মোকাবেলা করবে তুলনামূলক খর্ব শক্তির স্কটল্যান্ড।

বাংলাদেশের শক্তির জায়গা কিংবা দুর্বলতা সবই খুঁজে বের করেছেন বার্জার। আর সে অনুযায়ী পরিকল্পনাও সাজিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী স্কটল্যান্ডের কোচ।

বার্জার বলেন, ‘আমরা তাদের শক্তিমত্তা এবং দুর্বলতা সম্পর্কে জানি এবং সে অনুযায়ী আমরা পরিকল্পনা করেছি। আমরা বিশ্বাস করি তাদের বিপক্ষে ভালো কিছু করতে পারব। আমরা তাদের শিবিরে ফাটল ধরাতে যাচ্ছি।’

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন বিশ্বমানের স্পিনার আছেন। পাশপাশি ওমানের কন্ডিশনে বেশ কার্যকরি হতে পারেন মুস্তাফিজুর রহমান। তাছাড়া দলে আছে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। সবমিলিয়ে দারুণ এক ভারসাম্যপূর্ণ দল গড়েছে বাংলাদেশ এমনটাই মনে করেন বার্জার।

স্কটল্যান্ড প্রধান কোচ বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো দল। তারা দক্ষতাপূর্ণ দল এবং তাদের খেলায় গতি আছে। তাদের স্পিন খুবই বৈচিত্রপূর্ণ এবং ভিন্ন কন্ডিশনে চাপ সামলানোর মতো সামর্থ্য তাদের আছে।’