টি- টোয়েন্টি বিশ্বকাপ

চেন্নাইয়ের সাফল্যের মন্ত্র কিউইদের দিচ্ছেন ফ্লেমিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:32 রবিবার, 17 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

স্টিফেন ফ্লেমিংয়ের কোচিংয়ে সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল এই কোচ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সাময়িক সময়ের জন্য যোগ দিয়েছেন নিউজিল্যান্ড দলের সঙ্গে।

গত এক মাস ধরে আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের আসর। এই পুরো সময়টাতে চেন্নাইকে নিয়ে কাজ করেছেন ফ্লেমিং। লম্বা সময়ের মতো এইবারও ফ্র্যাঞ্চাইজিটির পরিকল্পনার মাস্টার মাইন্ডও ছিলেন এই কিউই কোচ।

একই কন্ডিশন আর উইকেটে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ফ্লেমিংয়ের আইপিএল অভিজ্ঞতা কাজে লাগাতে তাঁকে বিশ্বকাপ দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

এনজেডসি এই তথ্য নিশ্চিত করে টুইটারে লিখেছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সাময়িক সময়ের জন্য আইপিএল চ্যাম্পিয়ন কোচ ফ্লেমিং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এটা দারুণ ব্যাপার।’

বিশ্বকাপের আগে দলকে নিয়ে কাজ করার জন্য খুব বেশি সময় পাননি ফ্লেমিং। তবে এই সময়েই চেষ্টা করছেন কেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টদের আরব আমিরাতের কন্ডিশন আর উইকেট সম্পর্কে ধারণা দেয়ার। কিউই শিবিরে ফিরতে পেরে গর্ব বোধ করছেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

ফ্লেমিং বলেন, ‘বিশ্বকাপের আগে আমি মাত্র পাঁচ দিন সময় পেয়েছি। দলকে দুবাই এবং আবুধাবির কন্ডিশন সম্পর্কে ধারণা দিচ্ছি এবং গ্যারি স্টেডের (প্রধান কোচ) কাছ থেকে পরিকল্পনাগুলো জানার চেষ্টা করছি। কিউই শিবিরে ফিরতে পেরে আমি গর্বিত।’