টি- টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ সিরিজের ব্যর্থতা বিশ্বকাপে কাটিয়ে উঠতে চান স্টার্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:37 রবিবার, 17 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সর্বশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজে দল হিসেবে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। যদিও ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ছিলেন না বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। দুটি সিরিজের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপায় নজর রাখতে চান দলটির অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১-৪ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। যদিও এই সিরিজে ছিলেন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চসহ ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, প্যাট কামিন্সদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ভারসাম্যপূর্ণ এক দল গড়েছে অস্ট্রেলিয়া। তাদের বেশ কয়েকজন ক্রিকেটার সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে। সবমিলিয়ে আসরে অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া।

স্টার্ক বলেন, ‘সত্যি বলতে দলে বেশ কিছু তরুণ অনভিজ্ঞ ক্রিকেটার ছিল। যারা ভালো ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছে। গত সফরগুলো আমাদের ভালো যায়নি। কিন্তু এখন আমরা দলের সবাইকে পাচ্ছি এবং আশা করছি আমরা আমাদের সেরাটা দিতে পারব। আমরা বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত হয়েছি, এছাড়া অন্য কিছু ভাবছি না।’

স্টার্ক মনে করেন তরুণ ক্রিকেটাররা ব্যর্থ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সিরিজে বাজে সময় পার করেছে দল। তবে বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি দলের শক্তি বাড়িয়েছে।

তিনি বলেন, ‘আমরা এখন পূর্ণ শক্তির দল পাচ্ছি। আমাদের কয়েকজন ক্রিকেটার আইপিএল থেকে দারুণ ফর্ম নিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছে। ভালো খেলাটা এখন আমাদের ওপর নির্ভর করছে।’