টি- টোয়েন্টি বিশ্বকাপ

মুস্তাফিজকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ম্যাকলয়েড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:56 রবিবার, 17 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য বিশ্বমানের ক্রিকেটারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কলাম ম্যাকলয়েড। দলের ক্রিকেটারদের অর্জিত স্কিলই আত্মবিশ্বাসী করে তুলছে স্কটল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটারকে।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন মুস্তাফিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যাটারদের স্লোয়ার, কাতারে দারুণভাবে ভুগিয়েছেন এই পেসার।

এরপর আইপিএলেও অসাধারণ পারফর্ম করেছেন মুস্তাফিজ। রাজস্থান রয়্যালসের বেশ কয়েকটি জয়ে সরাসরি অবদান রেখেছেন তিনি। বাংলাদেশের সেরা এই পেসারের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন ম্যাকলয়েড।

৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার বলেন, 'আমি আজ তার বোলিং দেখেছি ভিডিওতে। অবশ্যই খুব উঁচু স্কিলের একজন বোলার। তবে এখানে আমাদের রোমাঞ্চের পেছনে এটাও একটা কারণ, আমরা বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে নিজেদের চ্যালেঞ্জ জানাতে পারব।'

তিনি আরও বলেন, 'ইউনিট হিসেবে আমাদের এই আত্মবিশ্বাস আছে। আমাদের এমন স্কিল রয়েছে যে উল্টো ওদের চাপে ফেলা যাবে। আমরা এমনভাবে খেলব যেন প্রতিপক্ষকে চাপে ফেলতে পারি এবং আমাদের স্কিল বেশি কার্যকর হয়।'

ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে আজ (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮ টায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব উতরে যেতে এই ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।