বাংলাদেশ- অস্ট্রেলিয়া সিরিজ

বাংলাদেশ সিরিজে খুবই অস্বস্তিতে ছিলেন ফিলিপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:53 রবিবার, 17 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটিং স্টান্সের কারণে কোনো নির্দিষ্ট উইকেটে থিতু হতে না পারা ক্রিকেটে ব্যাটারদের জন্য একটি প্রচলিত বিষয়। কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ সফরে এসে ঠিক এমন সমস্যায় পড়েছিলেন জস ফিলিপ।

বড় করে স্টান্স নেয়ায় বাংলাদেশের স্লো উইকেটে অস্বস্তিতে পড়েছিলেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ সফরেও একই সমস্যায় পড়েছিলেন তিনি।

ফিলিপ বলেন, 'আমার স্টান্সটা একটু খোলামেলা। এটা ফ্ল্যাট উইকেটে, অর্থাৎ ভালো উইকেটে দারুণ কাজ করে। আমার মনে হয় চ্যালেঞ্জিং কন্ডিশনে (বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ) এটা একটু কঠিন ছিল। আমি কিছুটা অস্বস্তিতে পড়ে যেতাম। মাঠের কিছু জায়গায় আমি রানই বের করতে পারতাম না।'

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৯ রান করে নাসুম আহমেদের বলে স্টাম্পিং হয়েছিলেন ফিলিপ। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়েছিলেন তিনি। এদিন এই ওপেনার করেন ১০ রান।

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়ে পরবর্তীতে আর সুযোগই পাননি ফিলিপ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি টি-টোয়েন্টি মিলিয়ে তাঁর ব্যাটে এসেছিল সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস।

টানা ব্যর্থ হওয়ায় নিজের ব্যাটিং স্টান্সে অবশ্য পরিবর্তন এনেছেন ফিলিপ। ২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান অনুপ্রাণিত হয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটকে দেখে।

ফিলিপ বলেন, 'আমি জো রুটের ব্যাটিং দেখতাম। কোয়ারেন্টিনেও আমি সেটাই করতাম। আমি জানি, সে তার মুভমেন্ট বদল করেছে এবং সফলতা পেয়েছে। সে যেভাবে ব্যাটিং করে আমি সেভাবে চেষ্টা করতে থাকলাম। আমি বেশ কয়েকবার আউটও হয়েছি।'