অ্যাশেজ সিরিজ

ইংল্যান্ডের ক্রিকেটারদের আলোচনায় নেই স্টোকসের ফেরা: উড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:31 শনিবার, 16 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি ইনস্টাগ্রামে নেটে ব্যাটিং অনুশীলন করার ভিডিও প্রকাশ করেছেন ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে থাকা বেন স্টোকস। তাতে আগামী নভেম্বর-ডিসেম্বরে অ্যাশেজ সিরিজ দিয়ে স্টোকস ক্রিকেটে ফিরছেন তেমনটি ভাবতে শুরু করেছেন অনেকে। তবে মর্যাদার অ্যাশেজ সিরিজে স্টোকসের ফেরার বিষয়ে দলের মধ্যে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছেন মার্ক উড।

গত জুলাইয়ে মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতির ঘোষণা দেন স্টোকস। সে কারণে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে পারেননি এই ইংলিশ অলরাউন্ডার। একই কারণে খেলা হচ্ছে না আইসিসির জাঁকজমকপূর্ণ আসর টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী অ্যাশেজ সিরিজের জন্য স্টোকসকে ১৭ সদস্যের দলে রাখেনি ইংল্যান্ড। নেটে ব্যাটিং অনুশীলনে ফিরে স্টোকস যে আশা জাগিয়েছিলেন সেটিও ধুলিস্মাৎ হয়েছে উডের মন্তব্যে। পুরোপুরি অবসাদ কাটিয়ে স্টোকস ক্রিকেটে ফিরবে দলের সবাই এমনটি চায় বলে জানিয়েছেন এই ইংলিশ পেসার।

এ প্রসঙ্গে উড বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে একবারও স্টোকসের ব্যাপারে আলোচনা হয়নি। প্রত্যেকের মনের মধ্যে একটাই বিষয় হলো তারা শুধু চায় ওর সব বিষয়গুলো ঠিক হয়ে যাক। তবে কেউ অতীত নিয়ে পড়ে থাকতে চায় না।’

স্টোকস না থাকার বিষয়টি মাথায় রেখে সেভাবেই দলের পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন উড। দলের কোনো সদস্য অ্যাশেজে স্টোকসের শূন্যতা অনুভব করেনি। এমনকি তাকে দলে সংযুক্ত করার বিষয়ে কোনো কিছু শুনতে পাননি বলে জানিয়েছেন তিনি।

শেষমেষ সতীর্থ স্টোকসকে শুভকামনা জানিয়েছেন উড। এ প্রসঙ্গে ৩১ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমরা শুধু চাই সে নিজেকে খুঁজে পাক এবং সুখী বোধ করুক। তাই সে অ্যাশেজ সিরিজে দলের সঙ্গে থাকবে এমনটি একবারো কারো মনে হয়নি।’