আইপিএল

এখনই অবসর নিচ্ছেন না ধোনি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:23 শনিবার, 16 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটিংয়ে ফর্ম হারানোয় সম্প্রতি সমালোচনার শিকার হচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির ক্যারিয়ারের ইতি দেখে ফেলেছিলেন অনেকে। চেন্নাইকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ শিরোপা জিতিয়ে সেই সমালোচনার জবাব দিয়েছেন ধোনি। অবসর প্রসঙ্গে যে সমস্ত সমালোচনা হচ্ছিল সেগুলোও হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করেছে।

ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারানোর পর হার্শা ভোগলের মুখোমুখি হয়েছিলেন ধোনি। সে সময় ঠাট্টার ছলে ধোনির কাছে চেন্নাইয়ের পরবর্তী উত্তরসুরির নাম জানতে চান ভোগলে। জবাবে এখনই অবসরের কথা ভাবছেন না বলে ইঙ্গিত দিয়েছেন ধোনি। মৃদু হেসে ধোনি বলেন, ‘আমি এখনও সেই কথা (অবসর) ভাবিনি।’

আগামী মৌসুমে আট দলের পরিবর্তে দশটি দল নিয়ে মাঠে গড়াবে আইপিএল। তাই ক্রিকেটার ধরে রাখার নিয়মে পরিবর্তন আনতে পারে বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তিনজনের পরিবর্তে চারজন ক্রিকেটার ধরে রাখার অনুমতি দিতে পারে তারা। আগামী প্লেয়ার্স ড্রাফটে চেন্নাই কাদের ধরে রাখব কিংবা ধোনি নিজেও থাকবেন কি না তাঁর কাছে তেমন প্রশ্ন রেখেছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার ভোগলে।

জবাবে ধোনি বলেন, ‘আমি আগেও বলেছি বিষয়টি বিসিসিআইয়ের উপর নির্ভর করে। দুটি নতুন দল আসছে...আমাদের সিদ্ধান্ত নিতে হবে চেন্নাইয়ের জন্য কোনটা ভালো হবে। এটা আমার শীর্ষ-তিন বা চারে থাকার বিষয়ে নয়। ফ্র্যাঞ্চাইজি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে হবে। আগামী ১০ বছরের জন্য কে অবদান রাখতে পারে সে বিষয়ে আমাদের নিখুঁত নজর রাখতে হবে।’

আলোচনার এক পর্যায়ে কলকাতা নাইট রাইডার্সের প্রশংসায় মাতেন ধোনি। আসরের প্রথম পর্বে সাত ম্যাচেই পাঁচটিতে হারা দলটি দ্বিতীয় পর্বে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা দেখে অভিভুত ‘ক্যাপ্টেন কুল’। আসরের যোগ্য দল হিসেবেই কলকাতা ফাইনাল খেলেছে বলে মনে করেন ধোনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিএসকে (চেন্নাই) নিয়ে কথা বলার আগে কেকেআর (কলকাতা) নিয়ে বলা দরকার। কোনো দল যদি আইপিএল জেতার যোগ্য তাহলে সেটা কলকাতা। আসলে তা অস্বীকার করা কঠিন। তাদের কোচ, দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বিশাল কৃতিত্ব দিতে চাই। বিরতি সত্যিই তাদের সাহায্য করেছে।’