আইপিএল

ফ্লেমিংয়ের চোখে রুতুরাজ সুপারস্টার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:59 শনিবার, 16 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বয়স কেবলই ২৪ পেরিয়েছে, তবে এই বয়সেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দাপট দেখিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সঙ্গে চেন্নাই সুপার কিংসকে শিরোপা জেতাতে বড় অবদান রেখেছেন তরুণ এই ব্যাটসম্যান। 

রুতুরাজ এবং ফাফ ডু প্লেসির ব্যাটিংয়ের কারণেই চেন্নাইয়ের শিরোপা জেতা সহজ হয়েছে বলে মনে করেন স্টিভেন ফ্লেমিং। মাত্র এক মৌসুমে বাজিমাত করলেও রুতুরাজকে সুপারস্টার দাবি করছেন চেন্নাইয়ের এই প্রধান কোচ।

এ প্রসঙ্গে ফ্লেমিং বলেন, ‘সে দারুণ একজন তরুণ, একজন সুপারস্টার। সে যেভাবে ওপেনিংয়ে ব্যাটিং করেছে তাতে ফাফ এবং সে রান পেয়েছে। আমরা আইপিএল জেতার পেছনে এটি একটি বড় কারণ। আমি তার জন্য এর চেয়ে বেশি খুশি হতে পারি না। এই বছর সে পরিপক্কতা দেখিয়েছে।’

আইপিএলের গত আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল চেন্নাই। টুর্নামেন্টের শেষ দিকে এসে রুতুরাজকে অভিষেক করিয়েছিল দলটি। যেখানে দক্ষতা দেখিয়েছিলেন তিনি। ভারত পর্বে আইপিএল খেলতে নামার আগে করোনা পজিটিভ হয়েছিলেন। 

করোনা মুক্ত হয়ে আইপিএলে ফিরে ভারত পর্বে ৬ ম্যাচে ২০৪ রান করেছিলেন রুতুরাজ। নিজের ছন্দ ধরে রেখেছিলেন সংযুক্ত আরব আমিরাত পর্বেও। শেষ পর্যন্ত ৬৩৫ রানে মৌসুম শেষ করেছেন ডানহাতি েএই ব্যাটসম্যান। এভাবে রুতুরাজকে টুর্নামেন্ট শেষ করতে দেখে খুশি চেন্নাইয়ের কোচ।

ফ্লেমিং বলেন, ‘আমার চোখে সে ইতোমধ্যে একজন সুপারস্টার হয়ে উঠেছে। গত বছর যখন আমরা তাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম তখন লোকেরা খুব সমালোচনামূলক ছিল। কিন্তু আমরা ওর কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করেছিলাম। কোভিড-১৯ এর প্রভাব ওর ওপর ফেলবে কি না সে বিষয়ে আমরা সত্যিই নিশ্চিত ছিলাম না। তবে ও নিজেকে পুলকিত করে আসর শেষ করেছে।’