টি-টোয়েন্টি বিশ্বকাপ

ব্যাটসম্যানদের কাছে আরও প্রত্যাশা ছিল বাশারের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:33 শুক্রবার, 15 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যর্থ টাইগাররা। বিশেষ করে ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি। ব্যাটসম্যানদের নিয়ে বাড়তি প্রত্যাশা থাকলেও হাবিবুল বাশারের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তারা।

ওমান ‘এ’ দলের বিপক্ষে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন লিটন দাস ও নাইম শেখ। এ ছাড়া শেষ দিকে ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন নুরুল হাসান সোহান। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তারা তিনজনই। 

আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কোন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরির দেখা পাননি। দুটি ম্যাচেই সর্বোচ্চ ইনিংস এসেছিল সৌম্য সরকারের ব্যাট থেকে। যদিও সেগুলো ছিল ত্রিশর্ধো রানের ইনিংস। শুধু তাই নয় ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশকে হারতেও হয়েছে। 

ওমানে ভালো করায় আবু ধাবিতে একটু বাড়তি প্রত্যাশা ছিল বাশারের। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ না থাকায় পূর্ণশক্তির দল নিয়ে খেলা হয়নি বাংলাদেশের। সেক্ষেত্রে বাকিদের বাজিয়ে দেখেছে টিম ম্যানেজমেন্ট। সেখানেই ব্যর্থ তারা।

এ প্রসঙ্গে বাশার বলেন, ‘ওমানে প্রস্তুতি ম্যাচে ভালো করেছিলাম। আবুধাবিতে আরেকটু বেশি প্রত্যাশা ছিল। যদিও প্রস্তুতি ম্যাচ, আমরা কিছু জিনিস বাজিয়ে দেখেছি। তবে আমাদের মূল একাদশটা খেলেনি। মুস্তাফিজ আইপিএল শেষ করে এসেছে, সাকিব এখনও আইপিএল খেলছে, আমাদের অধিনায়ক খেলতে পারেনি। তবে দেখার বিষয় ছিল বাকিরা কেমন করে সুযোগ নিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আরেকটু বেশি প্রত্যাশা ছিল, ব্যাটিংয়ে বিশেষ করে। আবুধাবিতে কন্ডিশন ভালো ছিল। টপ অর্ডারে কারও কাছ থেকে একটা বড় ইনিংস আশা করেছিলাম। তবে দল হিসেবে আমরা ভালো আছি। আত্মবিশ্বাসী। প্রস্তুতি ম্যাচ দুটো আরেকটু ভালো খেললে আরেকটু ভালো হতো।’