টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমরা তোমাদের উড়িয়ে দেবো, শোয়েবকে হরভজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:48 শুক্রবার, 15 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনার সঙ্গে আলাদা এক রোমাঞ্চ। এশিয়ার ক্রিকেটে সবচেয়ে বড় দ্বৈরথ বলা হয়ে থাকে এই দুই দলের লড়াইকে। ভারত-পাকিস্তানের মাঠের লড়াইয়ের আগে উত্তাপ ছড়ায় কথার লড়াইয়ে। বিশ্বকাপ শুরুর আগে এবারও সেই পালে হাওয়া দিয়েছে পাকিস্তান ও ভারতের সাবেক ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দেবে ভারত, শোয়েব আখতারকে এমনটাই বলেছেন হরভজন সিং।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ অক্টোবর। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত মোট সাতবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। সবগুলো ম্যাচেই শেষ হাসি হেসেছে ভারত।

২০০৭ সালে এই পাকিস্তানকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল তারা। যদিও ২০১৭ সালে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। তবে  এবারের আসরে পাকিস্তানের জয়ের কোনো সম্ভাবনাই দেখছেন না হরভজন।

এবারের বিশ্বকাপকে সামনে ‘মওকা মওকা’ শিরোনামে তৈরিকৃত স্টার স্পোর্টসের ভিডিও দেখার পর তেমনটিই মন্তব্য করেছেন তিনি। পাকিস্তানের উচিত ভারতকে ওয়াকওভারে জিতিয়ে দেওয়া, এই বলে শোয়েবকে কটাক্ষও করেছেন ভারতের সাবেক এই অফ স্পিনার।

এ প্রসঙ্গে হরভজন বলেন, ‘আমি শোয়েব আখতারকে বলেছিলাম খেলার কোনো মানেই নেই। কেবল তোমাদের উচিত ভারতকে ওয়াকওভার দেয়া। তোমাদের ছেলেরা খেলবে, আবারও হারবে তাতে হতাশ হবে। আমাদের দল অনেক শক্তিশালী। শোয়েব আখতার...তোমাদের কোনো সুযোগ নেই। আমরা তোমাদের উড়িয়ে দেবো।’