সড়কপথে দুবাই থেকে ওমানে আসবেন সাকিব

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:22 শুক্রবার, 15 অক্টোবর, 2021

|| সৈয়দ সামি, মাসকাট থেকে ||

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল মহারণ। এই ম্যাচে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওমানে একটি ও আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। আইপিএলের কারণে দলের সঙ্গে যোগ দেননি সাকিব। যদিও ফাইনাল শেষেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

যদিও সাকিব কিভাবে দলের সঙ্গে যোগ দেবেন তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। তবে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন সাকিব সড়কপথে দুবাই থেকে ওমানে দলের সঙ্গে যোগ দেবেন।

বাশার ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'আমি যতটুকু জানি, সাকিব সড়কপথে দলের সঙ্গে যোগ দেবে। সে ফ্লাইটের ঝুকি নেবে না। যেহেতু বাবল থেকে বাবলে আসবে তাই কোয়ারেন্টাইনের কোনো ব্যাপার থাকবে না।'

সড়কপথে দুবাই থেকে ওমানের দূরত্ব প্রায় ৪১৫ কিলোমিটার। মূলত জৈব সুরক্ষা বলয়ের বিধি নিষেধের কারণে তিনি বিমানে আসছেন না। এ কারণে তাকে কোয়ারেন্টাইনেও থাকতে হচ্ছে না। 

আগামী ১৭ অক্টোবর স্কটল্যাডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এই মিশনে বাংলাদেশের আরও মোকাবেলা করতে হবে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির।