আইপিএল

সাকিবদের হারিয়ে আইপিএলের চ্যাম্পিয়ন চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:33 শুক্রবার, 15 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার শুভমান গিল ও ভেঙ্কেটেশ আইয়ার দুর্দান্ত শুরু এনে দিলেও মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শিরোপা হাতছাড়া করলো ইয়ন মরগানের দল। কলকাতাতে ২৭ রানে হারিয়ে চতুর্থবারের মতো আইপিএলের শিরোপা জিতল চেন্নাই সুপার কিংস। 

জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে কলকাতাকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার ভেঙ্কেটেশ আইয়ার ও শুভমান গিল। ইনিংসের শুরু থেকেই চেন্নাইয়ের বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা দুজন। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৯১ রান। 

শার্দুল ঠাকুরের বলে তুলে মারতে গিয়ে আইয়ার সাজঘরে ফেরেন আইয়ার। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫০ রানের দারুণ ইনিংস খেলেছেন বাঁহাতি এই ওপেনার। এরপরই ব্যাটিংয়ে ধস নামে কলকাতার। হাফ সেঞ্চুরি করার পর সাজঘরে ফেরেন গিলও। ডানহাতি এই ব্যাটসম্যান আউট হয়েছেন ৪৩ বলে ৫১ রান করে। 

গিল আউট হওয়ার পর ১৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় কলকাতা। শেষ দিকে শিভাম মাভি ও লোকি ফার্গুসন দ্রতগতিতে না তুললেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২৭ রানে হারের দিনে মাভি ২০ রান ও ফার্গুসন অপরাজিত ১৮ রান করেছেন। চেন্নাইয়ের হয়ে শার্দুল তিনটি উইকেট নিয়েছেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন চেন্নাইয়ের দুই ওপেনার ডু প্লেসি ও রুতুরাজ গায়কোয়াদ। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৬১ রান। ২৭ বলে ৩২ রান করে রুতুরাজ করে সাজঘরে ফিরলে ভাঙে তাঁদের দুজনের উদ্বোধনী জুটি। 

তিনে নেমে ডু প্লেসিকে দারুণভাবে সঙ্গ দেন রবিন উথাপ্পা। ব্যাটিং নেমে শুরু থেকেই কলকাতার বোলারদের ওপর চড়াও হতে থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৩ ছক্কায় মাত্র ১৫ বলে ৩১ রানের দারুণ এক ইনিংস খেলে নারিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন উথাপ্পা।

চারে নেমে দুর্দান্ত খেলতে থাকেন মঈন। এর মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন ডু প্লেসি। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে আরও খানিকটা চড়াও হয়ে ব্যাট করতে থাকেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। শেষ পর্যন্ত ডু প্লেসি আউট হয়েছেন ৮৬ রানে। তাঁকে দারুণভাবে সঙ্গ দেয়া মঈন অপরাজিত ছিলেন  ২০ বলে ৩৭ রান করে।  

সংক্ষিপ্ত স্কোর:

চেন্নাই সুপার কিংস - ১৯২/৩ (ওভার ২০) (ডু প্লেসি ৮৬, মঈন ৩৭*, উথাপ্পা ৩১, রুতুরাজ ৩২, নারিন ২/২৬)

কলকাতা নাইট রাইডার্স - ১৬৫/৯ (ওভার ২০) (আইয়ার ৫০, গিল ৫১, মাভি ২০, শার্দুল ৩/৩৮, হ্যাজেলউড ২/২৯)