আফগানিস্তান ক্রিকেট

বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া কঠিন: নবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:00 শুক্রবার, 15 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ নবি। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে দলটির হয়ে অধিনায়কত্ব করেছিলেন তিনি। এই অলরাউন্ডার বলছেন, বিশ্বকাপের মতো আসরে দলকে নেতৃত্ব দেওয়া কঠিন কাজ।

গত ৯ সেপ্টেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছিল রশিদ খানকে। তবে দল ঘোষণার কিছুক্ষণ পরই অধিনায়কত্ব ছাড়েন রশিদ। এরপর আফগানিস্তানের নেতৃত্বভার পড়ে নবির কাঁধে।

নবি বলেন, ‘দিনশেষে এটা একটা কঠিন কাজ। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব যাতে বিশ্বকাপে দল ভালো পারফরম্যান্স করে। অধিনায়ক হিসেবে এই আসরে খেলতে আমি মুখিয়ে আছি।’

বিশ্বকাপ সামনে রেখে বেশ কিছু দিন ধরেই দেশের মাটিতে প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান। ইতোমধ্যেই আরব আমিরাতে পৌঁছে অনুশীলন করার কথা ছিল তাদের। কিন্তু ভিসা জটিলতায় এখন কাতারে অবস্থান করছে আফগানরা।

নবি বলেন, ‘গত দেড় মাস ধরে দল প্রস্তুতি নিচ্ছে এবং সবাই ফুরফুরে মেজাজে আছে। ভিসা জটিলতার কারণে আমাদের আরব আমিরাত যেতে একটু দেরি হচ্ছে। আমরা কাতারে প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কাতারের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাতার এবং আরব আমিরাতের আবহাওয়া প্রায় একই। আসরের শেষ পর্যন্ত আমাদের সেরাটা দিয়েই লড়াই করব।’