আইপিএল

ফাইনালে হারানোর কিছু নেই কলকাতার: ম্যাককালাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:23 শুক্রবার, 15 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে আজ (১৫ অক্টোবর) চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। অথচ করোনার কারণে ভারতে অনুষ্ঠিত হওয়া আইপিএলের প্রথম পর্বে এই দলটির পারফরম্যান্স ছিলো হতাশাজনক।

৭ ম্যাচের মাত্র ২টিতে জিতে প্লে অফে ওঠার আশাই করেনি হয়ত কলকাতার টিম ম্যানেজমেন্ট। সেই কলকাতাই আরব আমিরাত পর্বে ৭ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট তালিকার ৪ নম্বরে থেকে প্লে অফ নিশ্চিত করে ফেলেছিল।

এরপর এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটেলসের মতো দলকে হারিয়ে তারা জায়গা করে নিয়েছে ফাইনালে। যেখানে তৃতীয় আইপিএল শিরোপার জন্য লড়বে দলটি।

চেন্নাইয়ের বিপক্ষে মুখোমুখি হবার আগে কলকাতার প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম তার দলের খেলোয়াড়েদের দিয়ে রাখলেন স্পষ্ট বার্তা। প্লে অফে তাদের হারাবার কিছুই নেই, যে কারণে ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ তার।

ম্যাককালাম বলেন, 'চিন্তা করুন কিভাবে মাত্র ৫ সপ্তাহেই কিভাবে পরিস্থিতি বদলে গেল, যেখানে আমরা ৭ ম্যাচের মাত্র ২টিতে জিতেছিলাম এখন আমরা ট্রফি থেকে সামান্য দূরে। এই জার্নিটা কল্পনা করুন, কল্পনা করুন আমাদের গল্পটা কতটা মধুর।'

তিনি আরো বলেন, 'অভিজ্ঞতা আপনি ভাগাভাগি করতেই পারবেন। আমাদের সামনে কি অপেক্ষা করছে। এটা আমাদের খুশিও করতে পারে আবার উত্তেজিতও করতে পারে। আমাদের হারাবার কিছুই নেই এবং এটাই আমাদের আরো ভয়ঙ্কর করে তুলবে।'