টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে যে কেউ ট্রফি জিততে পারে: মুরালিধরন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:41 শুক্রবার, 15 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু হতে আর মাত্র কদিন বাকি। এর মাঝে আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাট নিয়ে চলছে নানাবিধ আলোচনা। দলগুলোর শক্তিমত্তা, দুর্বলতা যেমন আলোচনার অংশ তেমনি অনেকের আলোচনার বিষয়বস্তু কে জিতবে এবারের ট্রফি। কেউ এগিয়ে রাখছেন স্বাগতিক ভারতকে, কেউ-বা ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর কন্ডিশন বিবেচনায় পাকিস্তান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট হিসেবে কাউকে দেখছেন না মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কার সাবেক এই স্পিনার মনে করেন, যে কেউ ট্রফি জিততে পারে।

এ প্রসঙ্গে মুরালিধরন বলেন, ‘এই বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো পরিষ্কার করে ফেভারিট কেউ নেই। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বিশ্বকাপ, নির্দিষ্ট করে বড় কোনো দল নেই। এ কারণে বহু সংখ্যক দলের মধ্যে যে কেউ ট্রফি হাতে নিতে পারে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই ফেভারিট হিসেবে থাকে শ্রীলঙ্কা। ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলতে হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব। এবারের বিশ্বকাপে ভালো করতে খুব বেশি চিন্তা না করার পরামর্শ দিয়েছেন মুরালিধরন। দুশ্চিন্তা না করে টি-টোয়েন্টি ক্রিকেটকে উপভোগ করতে বলেছেন তিনি।

মুরালিধরন বলেন, ‘শ্রীলঙ্কান খেলোয়াড়দের খুব বেশি চিন্তা না করতে পরামর্শ দিচ্ছি, বিশেষ করে বোলারদের। প্রতিপক্ষের নাম কিংবা খেলোয়াড়দের দিকে বেশি মনোযোগ দিবে না। চাপ নিয়ে দুশ্চিন্তা না করার চেষ্টা করবে। শুধু উপভোগ করো। এটাই টি-টোয়েন্টি ক্রিকেট।’

টি-টোয়েন্টি ক্রিকেটকে বলা হয়ে থাকে ব্যাটারদের খেলা। সময় যত গড়িয়েছে ততই দাপট বেড়েছে ব্যাটারদের। তবে সাম্প্রতিক সময়ে বোলাররাও আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। নিজেদের জায়গা পেতে পেসাররা স্লোয়ার, কাটার এবং বিভিন্ন ধরনের বৈচিত্র নিয়ে কাজ করছে। এদিকে বড় ভূমিকা পালন করছে স্পিনাররা। বিশেষ করে লেগ স্পিনাররা টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করছে। স্পিনারদের এমন গুরত্ব দেখে বেশি আনন্দিত মুরালিধরন। 

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিনাররা যে গুরুত্ব পাচ্ছে সেটা দেখে স্পষ্টতই আমি আনন্দিত। এটি দ্রুত গতির খেলা এবং ব্যাটারদের দাপট এখানে দেখা যায়। কিন্তু ইংল্যান্ডে এই সংস্করণটি শুরু হওয়ার ১৮ বছরের মধ্যে বোলাররা মানিয়ে নিয়েছে। পেসাররা ধীরগতির, কাটার এবং বিভিন্ন ধরনের বল করছে। আপনার এই দক্ষতাগুলোই বিকাশ করতে হবে।’