আইপিএল

ধোনির চাইতেও ব্যর্থ মরগান!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:32 শুক্রবার, 15 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। দল ফাইনাল খেললেও পুরো আসরে ব্যর্থ ছিলেন দুই অধিনায়ক ইয়ন মরগান ও মহেন্দ্র সিং ধোনি। পরিসংখ্যান অনুযায়ী মরগানকে কিছুটা সফল মনে হলেও গৌতম গম্ভীর ও ডেইল স্টেইন তাদের বিশ্লেষণে বলেছেন, ধোনির চাইতেও ব্যর্থ ছিলেন কলকাতার অধিনায়ক।

এবারের আসরে ১৫ ইনিংসে ১১.৭২ গড়ে ১২৯ রান করেছেন মরগান। যেখানে সর্বোচ্চ ছিল ৪০ বলে ৪৭* রানের একটি ইনিংস। অন্যদিকে ধোনি ১৫ ইনিংসে ১৬.২৮ গড়ে করেছেন ১১৪ রান। প্রথম কোয়ালিফায়ারে তার করা ৬ বলে ১৮* রানের ইনিংসটিই ছিল সর্বোচ্চ রানের ইনিংস। ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলা এই ইনিংসেই চেন্নাইকে ফাইনালে তোলেন ধোনি।

দুই অধিনায়কের পারফরম্যান্সের তুলনা করে গম্ভীর বলেন, ‘আপনি দুই অধিনায়ককে একসঙ্গে তুলনা করতে পারেন না। কারণ ধোনি অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে অন্যদিকে মরগান ইংল্যান্ডের হয়ে নিয়মিত খেলছে। তবে আপনি যদি ফর্ম বিবেচনা করেন তাহলে ধোনির চাইতেও বেশি ব্যর্থ মরগান।’

তিনি আরও বলেন, ‘ফর্ম না থাকায় আসরের শুরু থেকেই মরগান পাঁচ নম্বরে ব্যাটিং করছে। সে নিজের ওপর আস্থা রাখতে পারছে না এবং আপনি যদি নিজের ওপর আস্থা রাখতে না পারেন তাহলে অতিরিক্ত চাপ তৈরি হয়।’

ধোনি ফর্মে না থাকলেও প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ জেতানোয় তাঁকে এগিয়ে রাখছেন স্টেইনও। একইসাথে মরগানের আত্মবিশ্বাসহীন ব্যাটিংও নজর এড়ায়নি তাঁর।

স্টেইন বলেন, ‘ধোনি একজন জাত ব্যাটসম্যান। প্রথম কোয়ালিফায়ারে সে দারুণ খেলে দলকে জিতিয়েছে। আমি মনে করি সে ভালো করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু মরগান ব্যাট হাতে বেশ নড়বড়ে।’