বাংলাদেশ- শ্রীলঙ্কা সিরিজ

আইচের লড়াইয়েও হারল বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:34 শুক্রবার, 15 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিপর্যয় কাটিয়ে ম্যাচের শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি ৮৬ রান করা আইচ মোল্লাহ। শ্রীলঙ্কা যুবা দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪২ রানে হেরেছে বাংলাদেশ।

ডাম্বুলায় ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৩১ রানে এসে নিজেদের প্রথম উইকেট হারায় টাইগার যুবারা। এরপর ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশের যুবারা। শুরুর বিপর্যয় সামলে প্রতিরোধ গড়ে তোলেন আইচ ও আরিফুল। 

তারা দুজনে মিলে যোগ করেন ৭০ রান। ছয়ে নামা আরিফুল ইসলাম ৩৮ রানে সাজঘরে ফিরলে ভাঙে তাদের এই জুটি। এরপর আবারও বাংলাদেশের ব্যাটিং ধস নামে। পরবর্তী ৩০ রান করতে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্তে আশার প্রদীপ হয়ে দাঁড়িয়েছিলেন আইচ। 

শেষ ব্যাটসম্যান হিসেবে আইচ ফিরলে ৪২ রানের হার দেখতে হয় বাংলাদেশকে। মাত্র ১৪ রানের জন্য এদিন সেঞ্চুরির আক্ষেপেও পুড়তে হয়েছে আইচকে। ৯৩ বলে ৮৬ রানের ইনিংস খেলার দিনে ৯টি চার মেরেছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে চারটি উইকেট নিয়েছেন ত্রিভিন ম্যাথুস। 

এর আগে টস জিতে আগে ব্যাটিং করে শুরু থেকেই আসা যাওয়ার মধ্যে ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। দলীয় ৩২ রানেই তিন উইকেট হারায় তারা। সদেশ জয়াবর্ধনেকে ৪ রানে বিদায় করেন রিপন। এরপর শেভন ড্যানিয়েলকেও (১২) বিদায় করেন তিনি। জিয়াকা শশিনকে (১৩) বিদায় করেন কিবরিয়া।

এরপর হাল ধরেন পাথিরাজা ও সদিসা রাজাপাকশে। দুজনের ৫৩ রানের জুটি ভাঙেন আরিফুল। রাজাপাকশে ২৮ রানে ফিরে যান। এরপর রভিন ডি সিলভার সঙ্গে ৮০ রানের জুটি গড়েন পাথিরাজা। হাফ সেঞ্চুরিয়ান পাথিরাজাকে ব্যক্তিগত ৬৭ রানে ফিরিয়ে লাল-সবুজের দলকে ম্যাচে ফেরান নাইমুর।

ডি সিলভার ব্যাটে আসে ২৯ রান। শেষদিকে ১৫ বলে ২৫* রানের ক্যামিও খেলেন ইয়াসিরু রদ্রিগো। ৫০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২২৮ রান। বাংলাদেশের বোলাদের মধ্যে রিপন মন্ডল এ দিন ৫৯ রান খরচায় তিন উইকেট নেন। আশিকুর রহমান নেন দুই উইকেট। এ ছাড়া গোলাম কিবরিয়া, এসএম মেহরাব, নাইমুর রহমান ও আরিফুল ইসলাম নেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল- ২২৮/৯ (৫০ ওভার) (পাথিরাজা ৬৭, ডি সিলভা ২৯; রিপন ৩/৫৯, আশিকুর ২/৪৩)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- ১৮৬/৪ (ওভার ৪৬.২) (ইফতেখার ১৬, মফিজুল ৯, আইচ ৮৬, আরিফুল ৩৮; ম্যাথুস ৪/২৯)