আইপিএল

ইতিহাসের ‘সবচেয়ে হতাশাজনক আইপিএল’ দেখে হতাশ মাঞ্জরেকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:09 শুক্রবার, 15 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা মহামারীর মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো এতো বড় ফ্র্যাঞ্চাইজি আসর আয়োজন করাটা সহজ ছিল না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) জন্য। এখনও পর্যন্ত সবকিছুই সফলভাবে সেরেছে বিসিসিআই। আইপিএলেও উত্তেজনার কমতি ছিল না। কিন্তু এবারের আইপিএল মন ভরাতে পারেনি সঞ্জয় মাঞ্জরেকারের। এবারের এই আসরকে ইতিহাসের সবচেয়ে হতাশাজনক আইপিএল বলছেন তিনি।

করোনা মহামারী, দুই দফায় দুই দেশে ম্যাচ আয়োজন, বেশ কিছু বিদেশি ক্রিকেটারের নাম সরিয়ে নেয়া এবং শেষ মুহূর্তে বদলি হিসেবে কয়েকজন ক্রিকেটারের অর্ন্তভুক্তি- সব মিলিয়ে একটু ভিন্নই ছিল আইপিএলের এবারের আসর। তবে সঞ্জয় বিস্মিত হয়েছেন বেশ কিছু তারকা ক্রিকেটারের বাজে পারফরর্ম্যান্স দেখে।

আইপিএলের এবারের আসর প্রসঙ্গে সঞ্জয় বলেন, ‘এবারের আইপিলের উদ্ভট সমাপ্তি হচ্ছে। এবারের আসরটা আমার কাছে আইপিএল ইতিহাসে সবচেয়ে হতাশাজনক।’

তিনি আরও বলেন, ‘আমি খুব ভালোভাবে এবারের আইপিএল দেখেছি এবং এই আসরটা ভিন্ন ছিল। কারণ, আমরা বেশ কিছু ভালো ক্রিকেটার যেমন দেখেছি তেমনি কিছু সাধারণ মানের ক্রিকেটার দেখেছি যারা আইপিএলে সুযোগ পাওয়ার মতো ক্রিকেটার না।’

আইপিএলের এবারের আসরে তরুণ ক্রিকেটারদের পাশাপাশি খেলছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। যাদের বয়স বাড়ার সঙ্গে ভাটা পড়েছে পারফরম্যান্সেও। আসরে তরুণরা পারফর্ম করলেও ব্যর্থ হয়েছেন বেশিরভাগ অভিজ্ঞ ক্রিকেটার।

সঞ্জয় বলেন, ‘এখানে অনেক ভালো খেলোয়াড় খেলছে তবে বেশ কিছু তারকা খেলোয়াড় ফর্মে নেই। আসরে এমন অনেক খেলোয়াড় আছে যারা তাদের সেরা সময় পার করে ফেলেছে। তাদের খেলতে দেখে আমি কিছুটা বিস্মিত।’