ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

গেইল-অ্যামব্রোস বিতর্কে মুখ খুললেন রিচার্ডস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:54 শুক্রবার, 15 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিস গেইল-কার্টলি অ্যামব্রোস বিতর্কে নিজের মতামত উপস্থাপন করেছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক কিংবদন্তি ভিভ রিচার্ডস। অ্যামব্রোসের বক্তব্যকে সমর্থন না করলেও গেইলের ক্ষোভের বিরোধিতা করেছেন তিনি। অ্যামব্রোসের বক্তব্যকে শ্রদ্ধা করা উচিত ছিল গেইলের, মনে করছেন উইন্ডিজ ক্রিকেটের এই মহানায়ক।

কিছু দিন আগেই অ্যামব্রোস মন্তব্য করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্রিস গেইল আর অটোচয়েস নন। তাঁর এমন মন্তব্যের কড়া জবাব দেন গেইল। অ্যামব্রোসের প্রতি তাঁর কোনো শ্রদ্ধাবোধ নেই, এমনটাও সাফ জানিয়ে দেন তিনি।

গেইলের আচরণ মেনে নিতে পারেননি রিচার্ডস, 'কার্টলি নিজের মতামত উপস্থাপন করেছে। তার এমন মন্তব্য করার অধিকার আছে। কেননা সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে সেও গেইলের মতই অর্জন করেছে। আপনার সেটাকে সম্মান করতে হবে। তাই আপনি যখন দেখবেন কোনো কিংবদন্তি এমন মন্তব্য করেছে, আপনার সেটার প্রতি শ্রদ্ধা রাখতে হবে।'

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগের কিংবদন্তি আরও বলেন, 'আমি যদি ক্রিস হতাম, তাহলে আমি নিজে কী করতে পারি সেটার ওপরেই নজর দিতাম। কেননা শুধু কার্টলি নয়, অনেকেই ক্রিসের দলে থাকার ব্যাপারে সমালোচনা করতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি ক্রিস এখনো দারুণ খেলোয়াড়। এই মুহূর্তে এমন সমালোচনা সে প্রেরণা হিসেবে নিতে পারত।'

বেশ কয়েক বছর ধরে টি-টোয়েন্টিতে একটানা রাজত্ব করা গেইল বর্তমানে কিছুটা হলেও নিষ্প্রভ। বয়স ৪২। এর কিছুটা প্রভাব তো আছেই! চলতি বছরে ১৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৭.৪৬ গড়ে করেছেন মাত্র ২২৭ রান। এ কারণেই হয়তো কিংবদন্তি ফাস্ট বোলার অ্যামব্রোস এমন মন্তব্য করেন। জবাব দিতে ভুল করেননি গেইলও।

তিনি বলেছিলেন, 'কার্টলি অ্যামব্রোসকে নিয়ে আমার বলার আর কিছু নেই। সামনাসামনি দেখা হলে আমি তাকে বলে দেবো, আপনার প্রতি আমার আর কোনো সম্মান নেই। আর এসব সমালোচনা বন্ধ করুন। আর বিশ্বকাপকে সামনে রেখে শুধু দলকে সমর্থন দিন।'