টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

ওয়ার্নারের বিশ্বকাপ প্রস্তুতিতে কমতি দেখছেন না ফিঞ্চ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:00 বৃহস্পতিবার, 14 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ কয়েকটি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মূল একাদশ থেকে বাদ পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। সে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়ার্নারের প্রস্তুতি যথাযথ হয়েছে কি না তা নিয়ে সন্দেহর সৃষ্টি হয়েছে। হায়দরাবাদের হয়ে ম্যাচ খেলার সুযোগ না পেলেও ওয়ার্নারের বিশ্বকাপ প্রস্তুতিতে কমতি নেই বলে জানিয়েছেন অ্যারন ফিঞ্চ।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপএল) প্রথম পর্বে হায়দরাবাদের একাদশে নিয়মিত ছিলেন ওয়ার্নার। করোনার কারণে আসরটি স্থগিত হওয়ার আগে দুটি ফিফটির সঙ্গে দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন তিনি। যদিও দ্বিতীয় পর্বে এসে ফর্ম হারিয়ে ফেলায় দল থেকে ছিটকে যান এই অজি ওপেনার।

তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পরিকল্পনায় ওয়ার্নার থাকছেন কি না সে বিষয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন অজি অধিনায়ক ফিঞ্চ। বিশ্বমঞ্চে ওয়ার্নারের ওপর তার দল আস্থা রাখছে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা লক্ষ্য করেছি সে বিশ্ব ক্রিকেটের দলগুলোর বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে। আমি ওর প্রস্তুতি নিয়ে কোনো ধরনের কমতি দেখছি না। আমাদের কাছে ওকে বেশ উদ্যমী মনে হচ্ছে। সে নিজের প্রস্তুতি আড়ালে রেখে সাজাচ্ছে। সে যেগুলো করতে পছন্দ করে তার সবকিছুই করছে। আসন্ন ম্যাচ নিয়ে আমার কোনো অযুহাত নেই। সে ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

মাস দুয়েক আগে হাঁটুতে অস্ত্রপচার করিয়েছিলেন ফিঞ্চ। সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই দুই ম্যাচেই খেলার ব্যাপারে আশা প্রকাশ করেছেন ফিঞ্চ।

এই ব্যাটিং অলরাউন্ডার বলেন, ‘হ্যাঁ সবকিছুই ঠিকঠাক রয়েছে। অস্ত্রপচার করার পর সম্ভবত নয় সপ্তাহ পেরিয়ে গেছে। তাই সবকিছু ঠিকমতো এগোচ্ছে। বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে সপ্তাহ দুয়েকের মতো বাকি। আসরটির আগে দুটি প্রস্তুতি ম্যাচের মাধ্যমে নিজেদের সামর্থ্যের বিষয়টি উপলব্ধি করতে পারব। শারীরিকভাবে এই মুহূর্তে কোনো সময়ে সমস্যা অনুভব করছি না।’