টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে সবাই ভয় পাবে: আর্চার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:38 বৃহস্পতিবার, 14 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। সেদিন কার্লোস ব্রাথওয়েটের অসাধারণ সব ছক্কার কাছে হেরে গিয়েছিল তারা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের। 

ইয়ন মরগানের দলের সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য সেই কথাই বলছে। এদিকে ইংল্যান্ড দলে বেন স্টোকস এবং নিজে না থাকলেও খুব একটা সমস্যা দেখছেন না জফরা আর্চার। ডানহাতি এই পেসারের দাবি, ইংল্যান্ডের বর্তমান ফর্মের কারণে প্রতিপক্ষরা খেলতে ভয় পাবে।

মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে কিছুদিন আগে সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নেন স্টোকস। যে কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হয়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজেও খেলবেন না তিনি। 

এদিকে লম্বা সময় ধরে ইনজুরিতে ভুগছেন আর্চার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর ঘরের মাঠে ভারত সিরিজও হাতছাড়া করেছেন ডানহাতি এই পেসার। ইনজুরি থেকে সেরে ওঠতে না পারায় বিশ্বকাপ এবং অ্যাশেজও খেলতে পারছেন না তিনি। তারা দুজন থাকলেও দলের বাকি ক্রিকেটারদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী ডানহাতি এই পেসার। 

এ প্রসঙ্গে আর্চার বলেন, ‘এটা লক্ষ্য করে দেখুন। আমরা লম্বা সময় ধরে সফল যার ফলস্বরূপ আমরা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। আমাদের এমন খেলোয়াড় আছে যারা যেকোনো পর্যায়ে আধিপত্য বিস্তার করতে পারে। হ্যাঁ, আমি আর বেন স্টোকস অনুপস্থিত। কিন্তু দল যেভাবে পারফর্ম করছে তাতে আমি চিন্তিত নই।’

তিনি আরও বলেন, ‘আমি জানি আমাদের অনুপস্থিতির পরও দলের যথেষ্ট গভীরতা আছে। আমি আশা করি, আগামী কয়েক সপ্তাহে বিরোধী দলগুলো যখন খেলতে আসবে তখন ভয় পাবে। এটা ভেবে তারা রাতে ঘুমাতে পারছে না যে আমরা আগামীকাল কঠিন ম্যাচ খেলব।’