আইপিএল

হিসেবী সাকিব, ফাইনালে যেতে কলকাতার লক্ষ্য ১৩৬

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:48 বুধবার, 13 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। এবারে আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ের জন্য কলকাতাকে ১৩৬ রানের লক্ষ্য দিয়েছে দিল্লি। পূর্বের ম্যাচের ন্যায় এ ম্যাচেও হিসেবী বোলিং করেছেন সাকিব আল হাসান।

উইকেট না পেলেও চার ওভারে ৭.০০ ইকোনোমিতে বোলিং করে ২৮ রান দিয়েছেন তিনি। দিল্লির পক্ষে শিখর ধাওয়ান সর্বোচ্চ ৩৬, পৃথ্বি শ্ব ১৮ ‌এবং শেষ দিকে শ্রেয়াস আইয়ার ২৭ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন। টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানে পৃথ্বি শ্ব’র উইকেট হারায় দিল্লি।

বরুণ চক্রবর্তীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে মার্কাস স্টইনিসকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ধাওয়ান। ১৮ রান করে স্টইনিস ফিরলে ভাঙে তাদের এই জুটি। আর ধাওয়ান ফিরেছেন সাকিবের দুর্দান্ত এক ক্যাচে।

ঋষভ পান্তও বেশিক্ষণ টিকতে পারেননি, আউট হয়েছেন মাত্র ৬ রান করে। ১৭ রান করে ফিরেছেন শেমরন হেটমায়ার। ৪ রানে অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল। কলকাতার হয়ে সর্বোচ্চ ২৬ রানে ২ উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী, ১টি করে উইকেট ফার্গুসন এবং মাভির।

আগের ম্যাচগুলোর মতো এ ম্যাচেও সাকবকে দিয়ে বোলিং শুরু করেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। অধিনায়কের আস্থার প্রতিদান তিনি দিয়েছেন প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে। ১ ওভার পর নিজের দ্বিতীয় ওভার করতে এসে সাকিব ছিলেন কিছুটা খরুচে, দিয়েছেন ১২ রান।

এই ওভারের প্রথম দুই বলে তাকে একটি চার ও ছয় হাকান পৃথ্বী শ্ব। বাকি চার বলে সাকিব দেন ২ রান। নিজের তৃতীয় ওভারেও সাকিব দিয়েছেন ১১ রান। সেই ওভারে স্টইনিস হাঁকিয়েছেন তাকে একটি চার। আর স্পেলের শেষ ওভারে অবশ্য ঘুরে দাড়িয়েছেন বাঁহাতি এই স্পিনার, দিয়েছেন মাত্র ৪ রান।