বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে গত ১২ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টায় প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল টাইগাররা।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও একই সময় মাঠে নামার কথা ছিল তাদের। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটির সময় এগিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টার পরিবর্তে দুপুর ১২ টায় (স্থানীয় সময় ১০টা) শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচ খেলেই বাংলাদেশকে আবার বাছাই পর্ব খেলতে ওমানের উদ্দেশ্যে উড়াল দিতে হবে। সব কিছু ঠিক থাকলে দুবাই থেকে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি বাংলাদেশ সময় রাত ১১টায় (স্থানীয় সময় ৯টা) যাত্রা করবে।
মূলত এ কারণেই এগিয়ে আনা হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতিয় প্রস্তুতি ম্যাচ শুরুর সময়। আবুধাবির কড়া রোদের মধ্যেই তাই খেলতে হবে লিটন-নাঈমদের।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে অবশ্য বাংলাদেশকে ৪ উইকেটের পরাজয় বরণ করে নিতে হয়েছে। তার আগে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের বিপক্ষে জয় পেয়েছিল দল।
বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচে পিঠের ব্যথার কারণে খেলেননি নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তার না খেলার সম্ভাবনাই বেশি।
আইপিএলে থাকায় এই ম্যাচে খেলা হবে না সাকিব আল হাসানেরও। রিয়াদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন লিটন দাস।