টি-টোয়েন্টি বিশ্বকাপ

শীঘ্রই রানে ফিরবেন লিটন-নাইম, বিশ্বাস নান্নুর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:43 বুধবার, 13 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ‘ওমান-এ’ দলের বিপক্ষে হাফ-সেঞ্চুরি পেয়েছিলেন লিটন দাস এবং নাইম শেখ। অনেকদিন পর এই দুই ওপেনার রানে ফেরায় টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ভালো করার ব্যাপারে আশাবাদী হয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ তারা। মিনহাজুল আবেদীন নান্নুর বিশ্বাস শীঘ্রই রানে ফিরবেন লিটন এবং নাইম। 

বাংলাদেশ বিশ্বকাপ মিশনটা শুরু করেছে ‘ওমান এ’ দলের বিপক্ষে জয় দিয়ে। যেখানে লিটন ৫৩ আর নাঈম অপরাজিত ৬৩ রান করেছিলেন। কিন্তু আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নাঈমের ব্যাট থেকে ১১ আর লিটনএর ব্যাট থেকে এসেছে ১৬ রান।

আরব আমিরাতের কন্ডিশন আর উইকেট বাংলাদেশ থেকে অনেকটাই ভিন্ন। তাই নান্নু মনে করেন, এই কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে নাঈমদের। তবে এই নির্বাচকের বিশ্বাস, উইকেট আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না দুই ওপেনারের।

নান্নু বলেন, ‘ওরা দেশে খেলে গিয়েছে, এখানের উইকেট একটু মন্থর ছিল। সেখানে দ্রুত মানিয়ে নেয়া তাই কষ্টকর হচ্ছে। আরব আমিরাত এবং ওমানের উইকেটগুলো যেভাবে দেখছি, আমাদের ওপেনাররা সময় নিয়ে গুছিয়ে উঠতে পারবে এবং দল হিসেবে খেলতে পারবে। আর শুধু ওপেনারদের নিয়ে ভাবলেই তো হবে না, সংক্ষিপ্ত সংস্করণে সবাইকেই ভালো খেলতে হবে।’

তিনি আরো বলেন, ‘নির্দিষ্ট দিনে আপনার সেরা সামর্থ্যের সেরাটাই দিতে হবে। কারণ এটা এমন একটা অল্প সময়ের খেলা একদম ঘাড় ঘুরাতেই সময় চলে যায়। সুতরাং, এখানে কোন ঘাটতি থাকা চলবে না এবং প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ।’

প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে আগামীকাল (১৪ অক্টোবর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। এই প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ আবারো ওমানে ফিরে যাবে। সেখানে তারা খেলবে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ।