Connect with us

টি- টোয়েন্টি বিশ্বকাপ

অভিষেক মিশনে স্পিনারদের সামলাতে প্রস্তুত ইংলিস


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জস ইংলিস। মূলত ম্যাথু ওয়েডের বিকল্প হিসেবে দলে ঠাঁই পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপে অজিদের হয়ে অভিষেক হলে বিশ্বমানের স্পিনারদের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতে স্পিনবান্ধব কন্ডিশনে মাঠে গড়াবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই স্লো অ্যান্ড টার্নিং উইকেটে রান তুলতে বেশ চ্যালেঞ্জ অপেক্ষা করছে ব্যাটসম্যানদের সামনে। যদিও এমন উইকেটে স্পিন খেলাটা কঠিন হবে না, এমনটাই বিশ্বাস ইংলিসের।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি স্পিনের বিপক্ষে ব্যাটিং করার বিষয়টি সত্যিই উপভোগ করি। প্রতিটি বল থেকে রান করাকে আমি একটি ভালো চ্যালেঞ্জ হিসেবে দেখি। সেই সঙ্গে খেলার মাঠে স্পিন বল দক্ষতার সাথে খেলার চেষ্টা করি। আমরা এটা দেখার জন্য অপেক্ষা করছি যে এখানকার উইকেট কেমন হয়।’

তিনি আরো বলেন, ‘এটা স্পষ্টত যে বিশ্বের অন্যতম সেরা স্পিনারদের বিরুদ্ধে খেলা একটি চ্যালেঞ্জ হতে চলেছে। আমি সত্যিই সেখানে খেলার জন্য আগ্রহী হয়ে উঠেছি। এর অন্যতম কারণ বিভিন্ন কন্ডিশনে খেলার সুযোগ পাওয়া ও এসব কন্ডিশনে আমার নিজের ব্যাটিং সম্পর্কে পরীক্ষা করে দেখা।’

ইংল্যান্ডে জন্ম হওয়ায় ছেলে বেলায় কাউন্ট্রি ক্রিকেটের দল ইয়র্কশায়ারের একাডেমিতে কাটিয়েছেন ইংলিস। টানা ম্যাচ খেলার কারণে ইংল্যান্ডের উইকেট মাঝে মাঝে স্লো হয়ে যায় তেমনটি লক্ষ্য করেছেন তিনি। সুযোগ পেলে সেই অভিজ্ঞতা সংযুক্ত আরব আমিরাতে কাজে লাগাতে চান এই ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

ইংলিস বলেন, ‘একই মাঠে অনেক খেলা হওয়ায় কখনও কখনও ইংল্যান্ডের উইকেট কিছুটা স্লো হয়ে যায়। তাই সেখানে কিছু স্পিনিং এবং স্লো উইকেটে খেলেছি। আমি সেই অভিজ্ঞতাকে বিশ্বকাপে কাজে লাগাতে চাই। তাহলে সেখানে কিছু ধীর গতির পিচে খেলতে স্বাচ্ছন্দে খেলতে পারব।’

সর্বশেষ

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দাপুটে জয়ে বাংলাদেশের গ্রুপে পা রাখল শ্রীলঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

প্রথম রাউন্ডে ভুগবে বাংলাদেশ, জানত স্কটল্যান্ড

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

আর্কাইভ

বিজ্ঞাপন