আইপিএল

বেঙ্গালুরুর ‘ধোনি’ হয়ে উঠবেন বাটলার, প্রত্যাশা ভনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:55 বুধবার, 13 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির লম্বা অধ্যায় শেষ হয়ে গেছে। আর তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমে নতুন কোনো ক্রিকেটারকে বেঙ্গালুরুর অধিনায়কের ভূমিকায় দেখা যাবে। সুযোগ থাকলে বেঙ্গালুরুর পরবর্তী অধিনায়ক হিসেবে জস বাটলারকে চান মাইকেল ভন। তার বিশ্বাস, বেঙ্গালুরুর 'মহেন্দ্র সিং ধোনি' হয়ে উঠতে পারেন বাটলার।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসে ছিলেন বাটলার। যদিও ব্যক্তিগত কারণে আসরটির দ্বিতীয় পর্বে খেলেননি তিনি। আগামী মৌসুমে রাজস্থান তাকে ধরে রাখবে কি না সেটিও নিশ্চিত নয়। তাই পরবর্তী বছরগুলোতে বেঙ্গালুরুর জার্সিতে বাটলারকে খেলতে দেখতে পাওয়া অসম্ভব কিছু নয়।

আগামী মৌসুমে বাটলার দল পরিবর্তন করলে তাকে বেঙ্গালুরুতে দেখতে চান ভন। বাটলার ভালো ব্যাটার হওয়ার পাশাপাশি কৌশলগত বিষয়গুলোতেও বেশ বিচক্ষণ। তাঁর এসব গুণ থাকায় সময়ের অন্যতম সেরা অধিনায়ক ধোনিকে মনে পড়ছে ভনের।

এ প্রসঙ্গে সাবেক ইংলিশ অধিনায়ক বলেন, ‘আমি আপনাদের একজনের নাম বলছি। এই নামটি আলোচনার বাইরে কারণ সে অন্য ফ্র্যাঞ্চাইজিতে রয়েছে এবং তারা তাকে ধরে রাখতে পারে। কিন্তু আমি জস বাটলারকে সেখানে দেখতে পছন্দ করব এবং অধিনায়ক হিসেবে বেছে নেব। সে এমএস ধোনির মতো বিচক্ষণ হতে উঠতে পারে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।’

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ইংল্যান্ড জাতীয় দলে সহ-অধিনায়কের দায়িত্ব সামলান বাটলার। ম্যাচের অনেক সময় অধিনায়ক ইয়ন মরগানকে পরামর্শ দেন তিনি। তাই বেঙ্গালুরুতে উইকেটরক্ষকের ভূমিকা পালনের পাশাপাশি বাটলারকে অধিনায়ক হিসেবে দেখা দারুণ ব্যাপার হবে বলে বিশ্বাস ভনের।

তিনি বলেন, ‘ইংল্যান্ডের হয়ে সে ইয়ন মরগানের অধীনে খেলছে। কৌশলগতভাবে খুব চতুর। আবারও বলছি, আমি জানি না রাজস্থান তার ব্যাপারে কী ভাবছে। তবে আমি ব্যক্তিগতভাবে বাটলারকে আরসিবি (বেঙ্গালুরু) ক্যাম্পে দেখত চাইব। এ ছাড়া তাকে স্টাম্পের পিছনে থেকে অধিনায়কত্ব সামলাতে বলব।’