Connect with us

টি- টোয়েন্টি বিশ্বকাপ

১৬'র বিষাদময় রাতের পর বদলে গেছে ইংল্যান্ড!


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কার্লোস ব্র্যাথওয়েটের ঝড়ে ট্রফি হাতছাড়া হয়েছিল ইংল্যান্ডের। বেন স্টোকসের করা ইনিংসের শেষ ওভারটি ইংলিশদের কাছে দুঃস্বপ্নের রাত ছাড়া কিছুই নয়। এমন হারের পর দল হিসেবে ইংল্যান্ড আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে, দাবি ক্রিস জর্ডানের।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় ইংল্যান্ড। ১৫৬ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ১৯ রান প্রয়োজন ছিল ক্যারিবিয়ানদের, হাতে ছিল চার উইকেট। স্টোকসের করা সেই ওভারের প্রথম চার বলে চার ছক্কা হাঁকিয়ে ইংলিশদের শিরোপা বঞ্চিত করে ব্র্যাথওয়েট।

এই ম্যাচ প্রসঙ্গে জর্ডান বলেন, ‘এমনটা পুনরায় ঘটুক তা আমি কোনোভাবেই চাইবো না। আমরা তা ভুলে যেতে চাই। এটা দল হিসেবে আমাদের আরও বেশি শক্তিশালী করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি বলব না যে, এটি আমাদের অনেক বেশি কষ্ট দিয়েছে। তবে আপনি আগে থেকে বলে এটি করতে পারবেন না যে, কেউ একজন শেষ ওভারে এসে আপনাকে ম্যাচ জেতাবে।’

২০১৬ সালের পর আবারও হতে যাচ্ছে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব আসর। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারসাম্যপূর্ণ দল গড়ে শিরোপায় নজর রাখছে ইংল্যান্ড। জর্ডানের বিশ্বাস, গত আসরে স্বপ্ন ভঙ্গ হলেও এবারে ভালো কিছু করবে তারা।

জর্ডান বলেন, ‘দলের সবাই লম্বা সময় ধরে একসঙ্গে আছে তাই বোঝা-পড়াটা ভালো এবং বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও আছে। সবমিলিয়ে ভালো কিছু করার জন্য আমাদের যথেষ্ট সামর্থ্য আছে।’

সর্বশেষ

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দাপুটে জয়ে বাংলাদেশের গ্রুপে পা রাখল শ্রীলঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

প্রথম রাউন্ডে ভুগবে বাংলাদেশ, জানত স্কটল্যান্ড

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

আর্কাইভ

বিজ্ঞাপন