টি- টোয়েন্টি বিশ্বকাপ

অঘটনের জন্ম দিতে পারে পাকিস্তান: ক্লুজনার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:06 বুধবার, 13 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামি ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে হারিয়ে অঘটনের জন্ম দেয়ার সামর্থ্য আছে পাকিস্তানের, এমনটাই বিশ্বাস ল্যান্স ক্লুজনারের।

দল হিসেবে পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী ভারত, এ কথা জানেন আফগানিস্তানের হেড কোচ ক্লুজনারও। তবুও পাকিস্তান যদি নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারে তাহলে ভারতকে হারানো অসম্ভব কিছু নয়, বিশ্বাস এই প্রোটিয়া কিংবদন্তির।

ক্লুজনার বলেন, 'যদি ভারতের বাজে দিন কাটে এবং পাকিস্তান নিজেদের সেরা খেলাটা খেলতে পারে, তাহলে তারা অবশ্যই অঘটনের জন্ম দিতে পারে।'

কিংবদন্তি এই অলরাউন্ডার আরো বলেন, 'আমি মনে করি, পাকিস্তানের মতো দলের জন্য ভারতের অস্ত্রভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ। আমরা এটাও জানি, পাকিস্তান কতটা আনপ্রেডিক্টেবল এবং মাঝেমধ্যে তাদের খেলা কতটা রোমাঞ্চকর হয়! তাই আগ থেকেই কিছু বলে দেয়া কঠিন। তবে পাকিস্তানের দিন ভালো গেলে যেকোনো দলকেই তারা হারাতে পারে।'

বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে দুই দল একে অপরের মোকাবেলা করেছে সাতবার, টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে পাঁচবার। সবগুলো ম্যাচেই জয়ের হাসি হেসেছে ভারত।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি অবশ্য শুরুতে টাই হয়েছিল। ম্যাচটি বল-আউটে গড়ালে শেষ পর্যন্ত জিতে যায় ভারত। এবার ভারতকে হারাতে হলে রীতিমত ইতিহাস বদলে দিতে হবে পাকিস্তানকে।