আইপিএল

জাতীয় দলের সুবাস পাচ্ছেন হার্শাল-আইয়াররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:10 মঙ্গলবার, 12 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ পারফরম্যান্সের পুরষ্কার পেতে যাচ্ছেন হার্শাল প্যাটেল ও ভেঙ্কেটেস আইয়ারের মতো তরুণ ক্রিকেটাররা। ভারতের নেট সহকারী হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাচ্ছেন তারা!

ভারতের ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় অনলাইন পোর্টাল ক্রিকবাজ এমনটাই প্রতিবেদন করেছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আসরে প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পান ভেঙ্কেটেস।

অভিষেক আইপিএলেই বাজিমাত করেছেন তরুণ এই ওপেনার। এখন পর্যন্ত আট ম্যাচে ৩৭.৮৫ গড়ে করেছেন ২৬৫ রান। পাশাপাশি বল হাতেও অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন। পার্ট টাইম বোলার হিসেবে শিকার করেছেন ৩ উইকেট।

এদিকে বল হাতে আইপিএলের এবারের আসরটা স্বপ্নের মতো কাটছে হার্শালের। এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার উপরে আছেন এই পেসার।

আসরে ১৫ ম্যাচে শিকার করেছেন ৩২ উইকেট। অথচ এর আগে আট আসর মিলিয়ে তার উইকেট সংখ্যা ছিল ৪৬টি। তাদের এমন পারফরম্যান্স মনে ধরেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্তাদের।

তাই এই দুই জনসহ কলকাতার আরও এক পেসার শিবম মভিকে ভারতীয় বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে যোগ দিতে বলেছে তারা। ইতোমধ্যেই সানরাইজার্স হায়দরাবাদের তরুণ পেসার উমরান মালিককে নেট বোলার হিসেবে নিয়েছে ভারত।