পাকিস্তান ক্রিকেট

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক ভারত: ইমরান খান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:03 মঙ্গলবার, 12 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিগত কয়েক বছর ধরে বিশ্ব ক্রিকেটে নিজেদের আধিপত্য দেখিয়ে আসছে ভারত। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আয়ত্ব করে ক্রিকেটে ভারত ছড়ি ঘুরাচ্ছে বলে গুঞ্জন তোলেন অনেকে। মূলত আর্থিক ক্ষমতাবলেই ভারত বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন ইমরান খান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে বিপুল পরিমাণে অর্থ আয় করে থাকেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। এ কারণে লাভবান হয় ক্রিকেট বোর্ডগুলোও। খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট বোর্ডগুলোও ভারতের অর্থের কাছে ধরাশায়ী বলে জানান পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ইমরান বলেন, ‘খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট বোর্ডগুলোর জন্য অর্থই এখন সবচেয়ে বড় নিয়ামকের ভূমিকা পালন করে। ভারতের প্রচুর অর্থ রয়েছে তাই স্বাভাবিকভাবেই বর্তমানে তারা ক্রিকেট বিশ্ব নিয়ন্ত্রণ করছে। কেউই ভারতের সঙ্গে এমন করার সাহস দেখাবে না কারণ তারা জানে, ভারত অনেক বেশি অর্থ উপার্জন করতে পারে।’

গত সেপ্টেম্বরে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সিরিজ বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড। পরবর্তীতে কিউইদের দেখানো পথ অনুসরণ করে সিরিজ বাতিল করে ইংল্যান্ডও। পাকিস্তানের জায়গায় ভারত থাকলে, দল দুটি তাদের সঙ্গে এমনটি করতে পারতো না উল্লেখ করে নিন্দা জানিয়েছেন কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার।

ভারতের অঢেল অর্থ থাকায় ইংল্যান্ডের মতো দলগুলোও তাদের বশ্যতা স্বীকার করে নেয় বলে দাবি করেছেন ইমরান। বিপরীতে পাকিস্তানের সঙ্গে খেলতে তারা এক প্রকার করুণা দেখায় বলে মন্তব্য করেন তিনি। আর্থিক কারণেই ইংল্যান্ডসহ অন্যান্য দলগুলো এমনটি করে থাকে বলে মতামত দেন তিনি।

এ প্রসঙ্গে ইংল্যান্ডের কঠোর সমালোচনা করে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান আরও বলেন, ‘আমার মনে হয় ইংল্যান্ড এখনো ভাবে যে পাকিস্তানের মতো দেশের সঙ্গে খেলতে ওরা অনেক দয়া দেখাচ্ছে। নিঃসন্দেহে আর্থিক বিষয়টি এর মধ্যে অন্যতম কারণ।’