আইপিএল

বেঙ্গালুরুতেই ক্যারিয়ারের ইতি টানতে চান কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:26 মঙ্গলবার, 12 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যতদিন খেলা চালিয়ে যাবেন, ততদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলতে চান বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ শেষে এমনটা জানিয়েছেন কোহলি নিজেই।

অধিনায়ক হিসেবে ব্যাঙ্গালুরু জার্সি গায়ে ১৪০ ম্যাচ খেলেছেন কোহলি। ৬৬ ম্যাচ জয়ের বিপরীতে হেরেছেন ৭০টি'তে। চারটি ম্যাচে কোনো ফলাফল হয়নি।

ক্যারিয়ারের শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে খেলতে চাওয়া নিয়ে কোহলি বলেন, 'অবশ্যই থাকছি। আমি অন্য কোথাও খেলতে চাচ্ছি না। বৈশ্বিক আনন্দের চাইতে দলের প্রতি অনুগত থাকা আমার জন্যে বেশিকিছু। আইপিএলে নিজের শেষদিন পর্যন্ত আরসিবি'র হয়েই খেলতে চাই।'

অধিনায়ক হিসেবে দলকে ১২০ ভাগ দিয়েও শিরোপা না জেতাতে পারায় আক্ষেপ আছে সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের। অধিনায়ক হিসেবে না থাকলেও ব্যাটার হিসেবে নিজের সেরাটা নিঙরে দিতে চান কোহলি।

তিনি আরও বলেন, 'আমি আমার সেরাটা দিয়েছি। জানি না আমি কেমন করেছি। আমি এই ফ্র্যাঞ্চাইজিকে সবসময়ই ১২০ ভাগ দিয়েছি। এখন আমি সাধারণ ক্রিকেটার হিসেবেই একই প্রচেষ্টা চালাবো। আগামি তিন বছরের জন্য আমরা পুনরায় দল গঠন করব।'

কোহলির অধিনায়কত্বতে ২০১৬ সালে ফাইনাল খেলে বেঙ্গালুরু। তাঁর নেতৃত্বে ২০১৭ ও ২০১৯ সালে সবচেয়ে বাজে পারফরম্যান্স করে দলটি। এই দুই বছরে পয়েন্ট তালিকার তলানিতে ছিল বেঙ্গালুরু।

কিছুদিন আগেই কোহলি জানিয়ে দেন আইপিএলের এবারের আসরেই শেষ বারের মতো বেঙ্গালুরুর অধিনায়কত্ব করবেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণাও দেন তিনি।