অ্যাশেজ

অ্যাশেজের শেষ টেস্ট পার্থেই আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:40 সোমবার, 11 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজ সিরিজ নিয়ে কম জল ঘোলা হয়নি। যদিও শর্ত সাপেক্ষে আসন্ন এই সিরিজের জন্য রাজি হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরই মধ্যে সিরিজের শেষ টেস্টটি পার্থে খেলতে আগ্রহ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সিএর প্রধান নির্বাহী নিক হকলে জানিয়েছেন, তারা যেভাবেই হোক শেষ টেস্টটি পার্থে আয়োজন করতে চান। আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে মাঠে গড়াবে অ্যাশেজ। সম্ভাব্য সূচিতে শেষ টেস্টটি পার্থেই রয়েছে। যদিও শহরের করোনা পরিস্থিতির কারণে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে।

এরই মধ্যে স্থানীয় সরকার পার্থ টেস্ট নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। যদিও ম্যাচটি পার্থে আয়োজনের ব্যাপারে বদ্ধ পরিকর ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে গত জানুয়ারিতে বিগ ব্যাশের পাঁচটি ম্যাচ এই মাঠে আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখান থেকেই অনুপ্রেরণা পাচ্ছে তারা।

হকলে বলেন, 'আমরা খুব করে চাইছি পঞ্চম টেস্টটি পার্থে হোক। আমাদের উদ্দেশ্য এই পরিকল্পনা সফল করা। আমরা যেভাবে কথা বলেছি সেভাবেই আলোচনা চলছে। আমরা জানুয়ারিতে বিবিএলের পাঁচটি ম্যাচ এখানে আয়োজন করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই আমরা উৎসাহিত হয়েছি।'

অন্যসব সিরিজের মতো এবারের অ্যাশেজও অনুষ্ঠিত হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। দুই দলের স্কোয়াড, ম্যাচ অফিসিয়ালস ও ব্রডকাস্টারদের জন্য একটি মানসম্পন্ন জৈব সুরক্ষা বলয় তৈরি করতে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'পুরো শীতে পার্থ স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আমরা খেলা চালিয়েছি। আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং এটা কেমন হতে পারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দুই দলের স্কোয়াড, ম্যাচ অফিসিয়ালস ও ব্রডকাস্টারদের ভালো একটি অভিজ্ঞতা দিতে পারবো সুরক্ষার দিক থেকে।'