ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

নিয়মিতই ১০০ মিটারের ছক্কায় চোখ রাসেলের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:40 সোমবার, 11 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান সময়ের ক্রিকেটে আদর্শ পাওয়ার হিটিংয়ের বড় উদাহরণ আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে পাওয়ার শট খেলার ব্যাপারে অনুপ্রাণিত করেছেন ক্রিস গেইল। প্রতি বছর অসংখ্য ছক্কা হাঁকালেও ১০০ মিটারের ছক্কা খুব বেশি হাঁকানো হয় না রাসেলের। এবার সেদিকেই চোখ রাখছেন আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই মূল্যবান হার্ডহিটার।

২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক হয় রাসেলের। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার কয়েক বছরের মধ্যে ক্রিকেট বিশ্বে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন তার পাওয়ার হিটিং দিয়ে। বড় শট খেলতে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ, তাই তিনি নিজেকে ফিট রাখতে বরাবরই সতর্ক এই ক্যরিবিয়ান অলরাউন্ডার।

রাসেল বলেন, ‘শারীরিকভাবে ফিট থাকতে প্রতিদিন ২০ থেকে ৩০টি পুশ-আপ দেয়ার চেষ্টা করি। আমি বছরে দুই-একবার ১০০ মিটারের উপরে ছক্কা মারি তবে এটা নিয়মিত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি গেইল থেকে অনেক কিছু শিখেছি। বাউন্ডারিতে শট খেললে আমি ভয়ে থাকি তাই সে পরামর্শ দিয়েছে বাউন্ডারির উপর দিয়ে শট খেলতে। যাতে নিশ্চিত করতে পারি যে, এটা ছক্কা ।’

সাধারণত একজন ব্যাটসম্যান তার স্কিলের সর্বোচ্চ ব্যবহার করে বাউন্ডারি মারেন। কিন্তু রাসেল এই জায়গায় অন্যদের থেকে আলাদা। সে টাইমিংয়ের চেয়ে পেশী শক্তির ওপর বেশি নির্ভর করে।

এ প্রসঙ্গে রাসেল বলেন, ‘শট খেলার সময় আমি সর্বোচ্চ শক্তি দিয়ে আমি বলকে আঘাত করি। কেউ কেউ টাইমিংয়ের ওপর নির্ভর করে শট খেলে কিন্তু আমি শক্তি দিয়ে শট খেলতে পছন্দ করি।’