আইপিএল

চেন্নাইয়ের সবাইকেই কৃতিত্ব দিচ্ছেন ধোনি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:38 সোমবার, 11 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। অথচ গত আসরে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। এই আসরে ঘুড়ে দাঁড়াতে ক্রিকেটাররা যেমন পারফর্ম করছে তেমনি অবদান রাখছে দলের সকলেই, এমনটাই দাবি করছেন চেন্নাইয়ের অধিনায়ক।

এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত ছিল চেন্নাই। প্রথম পর্বে ১৪ ম্যাচের নয়টিতে জিতে প্লে অফে কোয়ালিফাই করেছিল তারা। আর প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ইতোমধ্যেই ফাইনালও নিশ্চিত করেছে তিনবারের আইপিএল শিরোপাজয়ীরা। ধোনি জানান, দলের সংশ্লিষ্ট সকলের অবদান ছাড়া এভাবে ফিরে আসা সম্ভব হতো না।

ধোনি বলেন, ‘গত আসরে যা ঘটেছিল আমরা তা ভুলে নতুনভাবে শুরু করেছিলাম। আমাদের বেশ কয়েকজন ব্যাটসম্যান ভালো খেলেছে এবং আমরা দারুণভাবে ঘু্রে দাড়িয়েছি। পাশাপাশি দলের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকেই অবদান রেখেছে। তাদের সহযোগীতা ছাড়া সত্যিই এভাবে ঘুড়ে দাড়ানো সম্ভব হতো না।’

তিনি আরও বলেন, ‘দলে সকলের অবদান ছাড়া ম্যাচ জেতা কঠিন। গত আসরে আমরা প্রথমবারের মতো কোয়ালিফাই করতে পারিনি, প্রথম পর্ব থেকেই বাদ পড়েছিলাম। তাই এবারে চ্যালেঞ্জটা একটু বেশিই ছিল। সবেচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমরা প্রত্যেকটি ম্যাচকেই সমানভাবে নিয়েছি এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

এবারের আসরে চেন্নাইয়ের সবচেয়ে বড় পাওয়া হতে পারে রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং পারফরম্যান্স। আসরে এখন পর্যন্ত ৬০৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে আছেন এই তরুণ ওপেনার। দলের এই তরুণ তুর্কির ওপর বরাবরই নজর রাখেন অধিনায়ক।

রুতুরাজ প্রসঙ্গে ধোনি বলেন, ‘আমরা আলোচনা করেই আমাদের পরিকল্পনা সাজাই। আমি সবসময় জানার চেষ্টা করি সে কি ভাবছে, ম্যাচ নিয়ে তার পরিকল্পনা কি। কারণ এটা বুঝা আমার জন্য খুবই গুরত্বপূর্ণ যে, এই সময়ে সে কতটা উন্নতি করেছে।’