Connect with us

আইপিএল

পন্টিংয়ের চোখে সর্বকালের সেরাদের কাতারে ধোনি


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট ইতিহাসের সেরা ফিনিশার হিসেবে ধরা হয় মাইকেল বেভান এবং মহেন্দ্র সিং ধোনিকে। বিশেষ করে টি-টোয়েন্টির তুমুল জনপ্রিয়তার পর আধুনিক ক্রিকেটে ধোনিকেই মানা হয় সর্বকালের সেরা। ক্রীড়াপ্রেমিদের এমন বিশ্বাসকে আরও বেশি প্রতিষ্ঠিত করলেন রিকি পন্টিং। চেন্নাই সুপার কিংস থেকে অবসরের পর ধোনিকেই সেরা ফিনিশার হিসেবে বিবেচনা করা হবে- এমন মন্তব্য করলেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাট হাতে ৬ বলে ১৮* রানের ক্যামিও খেলে দলকে ফাইনালে তুলেছেন ধোনি।

ম্যাচ শেষে প্রতিপক্ষের কোচ রিকি পন্টিং বলেন, 'সে অবশ্যই একজন সেরা ফিনিশার। আমার মনে হয় না এতে কোনো সন্দেহ আছে। আমরা ডাগ আউটে বসে ভাবছিলাম, জাদেজা বা ধোনি এরপর নামবে। তখন আমি বলেছিলাম, ধোনিই উইকেটে আসবে এবং ম্যাচ শেষ করতে চাইবে।'

অজিদের কিংবদন্তি অধিনায়ক আরও বলেন, 'আমরা নিজেদের সেভাবে উপস্থাপন করতে পারিনি। আপনি জানেন, ধোনির বিপক্ষে আপনি কিছু মিস করলে সে আপনাকে অবশ্যই ভোগাবে। সে এটা লম্বা সময় ধরে করে আসছে। আমাদের বোলাররাও লাইন-লেংথ মিস করেছে। আমার মনে হয়, যখন সে অবসর নেবে তখন তাকে সর্বকালের অন্যতম সেরা ফিনিশার হিসেবেই স্মরণ করা হবে।'

টম কারানের শেষ পাঁচ বলে ১৩ রানের প্রয়োজন হলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে দল জেতান ধোনি। শেষ ওভার করার জন্য ইনফর্ম কাগিসো রাবাদাকে বাদ দিয়ে টম কারানকে কেন বেছে নিলে দিল্লি অধিনায়ক ঋষভ পান্ত, সেই ব্যাপারেও কথা বলেছেন পন্টিং।

তিনি বলেন, 'আমি অধিনায়ককে এখনো জিগ্যেস করিনি। এসব সিদ্ধান্ত মাঠেই নেয়া হয়। টম এর আগে দারুণ বোলিং করেছে। ঋষভ অবশ্যই টমকে শেষ ওভারের যোগ্য মনে করেছে। টমের জন্য এটা অবশ্যই শিক্ষা। এখন সে ডেথ ওভারে আরও ভালো বোলিং করার চেষ্টা করবে।'

সর্বশেষ

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দাপুটে জয়ে বাংলাদেশের গ্রুপে পা রাখল শ্রীলঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

প্রথম রাউন্ডে ভুগবে বাংলাদেশ, জানত স্কটল্যান্ড

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

আর্কাইভ

বিজ্ঞাপন