আইপিএল

ধোনির ফিনিশিংয়ে আবেগ তাড়িত চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:31 সোমবার, 11 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিয়ারজুড়ে ফিনিশার হিসেবে অনেক বাহবা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। গত রবিবার (১১ অক্টোবর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে ৫ বলে ১৩ রানের সমীকরণ মিলিয়ে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। তার এমন ব্যাটিংয়ের পর স্টিফেন ফ্লেমিং জানান, ধোনির ফিনিশিংয়ে জয়ের মুহূর্তটা আবেগি করেছে পুরো দলকে!

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জিততে পারলেই সরাসরি ফাইনালের টিকিট। আর তার জন্য শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ১৩ রান, হাতে ছয় উইকেট। কিন্তু টম কারানের করা ওভারের প্রথম বলেই আউট হয়ে যান মঈন। তবে পরের তিন বলে টানা তিন চার মেরে দুই বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন চেন্নাই অধিনায়ক।

ধোনির এমন ব্যাটিংয়ের পর ফ্লেমিং বলেন, ‘এটা আমাদের জন্য খুবই আবেগঘন মুহূর্ত ছিল। আমরা সবসময় তার কাছ থেকে এমনটাই প্রত্যাশা করি। আমরা জানি, চাপ সামলে ভালো খেলার ক্ষমতা তার আছে। এটা আরও একবার সে প্রমাণ করল। যা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

তিনি আরও বলেন, ‘ধোনির সঙ্গে লম্বা সময় আমার আলোচনা হয়েছে। ২০ ওভার ধরেই আমরা কথা বলেছি। টেকনিক্যাল ব্যাপার নিয়েও তার সঙ্গে কথা হয়েছে এবং আমরা চেষ্টা করছিলাম আমাদের ভুলগুলো খুজে বের করার।’

চাপের মুহূর্তে সবসময়ই ভালো খেলেন ধোনি। আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সব জায়গাতেই এটা অসংখ্যবার প্রমাণ করেছেন তিনি। তবে এই ম্যাচে আরও একবার নিজের সেই সামর্থ্যের জানান দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

ফ্লেমিং বলেন, ‘আমি যখন তার চোখের দিকে তাকালাম, সে বলল আমি যাব। আমি তার সিদ্ধান্তকে সমর্থন করেছি এবং ইতিবাচক ফলাফল পেয়েছি। সে এমন পরিস্থিতিতে ভালো খেলে এবং আজকে আরও একবার তা করে দেখিয়েছে।’