ভারতীয় ক্রিকেট

অশ্বিনের অর্ধেক দক্ষতা থাকলে আরও উন্নতি করতাম: অক্ষর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:25 রবিবার, 10 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন অক্ষর প্যাটেল। একই দলে রয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সেই সুবাদে তাঁর কাছে নিজের বোলিং দক্ষতায় শান দিচ্ছেন অক্ষর। 

এই তরুণ বোলিং অলরাউন্ডার মনে করেন, তার আইপিএল সতীর্থ অশ্বিন একজন প্রতিভাবান স্পিনার। সে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিং করতে পারে। এদিকে অক্ষরের দাবি, অশ্বিনের অর্ধেক দক্ষতা তার মাঝে থাকলে আরও উন্নতি করতেন।

এ প্রসঙ্গে অক্ষর বলেন, ‘অশ্বিন ভিন্ন মানসিকতার বোলার। সে ক্রিকেট ভালো বুঝে। তার অর্ধেক দক্ষতা যদি আমার থাকতো তাহলে আমি আরও অনেক উন্নতি করতাম। আমি তার কাছ থেকে শেখার চেষ্টা করছি, কিভাবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিং করা যায়।’

অশ্বিনের বোলিংয়ের সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে, তিনি ব্যাটসম্যানকে পড়তে পারেন সে অনুযায়ী বোলিংও করতে পারেন তিনি। পাশাপাশি মানসিকভাবেও বেশ চাঙ্গা থাকেন এই ডানহাতি অফ স্পিনার।

অশ্বিন প্রসঙ্গে অক্ষর বলেন, ‘সে অনেক কিছু ভেবে-চিন্তে বোলিং করে। আমি তার কাছ থেকে বিভিন্ন কৌশল জানার চেষ্টা করি। তার সঙ্গে সবেচেয়ে বেশি কথা হয় ফিল্ডিং পজিশন ও মানসিকতা নিয়ে।’

বেশ কয়েক আসর ধরেই দিল্লির হয়ে টানা পারফর্ম করছেন অক্ষর। এবারের আসরেও বল হাতে দারুণ সময় কাটছে তার। আর এই সুবাদেই জায়গা করে নিয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মূল স্কোয়াডে।