আইপিএল
মরগান নয়, কলকাতার অধিনায়ক ভিডিও অ্যানালিস্ট: গম্ভীর

|| ডেস্ক রিপোর্ট ||
গত আসর থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন ইয়ন মরগান। গৌতম গম্ভীর বলছেন, মরগান দলের অধিনায়ক হলেও তিনি নিজে কোনো সিদ্ধান্ত নেন না। ভিডিও অ্যানালিস্টের পরামর্শ মতো পরিকল্পনা সাজান তিনি।
আইপিএলের গত আসরের মাঝপথে কলকাতার নেতৃত্ব ছেড়ে দেয় দীনেশ কার্তিক। আর সেই সুবাদে দলের দায়িত্বভার পড়ে ইংলিশ অধিনায়কের কাঁধে। তাঁর নেতৃত্বে সেই আসরে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে প্লে অফের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কলকাতা।
এবারের আসরে মরগানের নেতৃত্বে পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে ইতোমধ্যেই শেষ চার নিশ্চিত করেছে কলকাতা। তবে ফ্র্যাঞ্চাইজিটির সাবেক অধিনায়ক গম্ভীর মনে করেন, মাঠে বা মাঠের বাইরে নেতা হিসেবে খুব একটা ভূমিকা রাখেন না মরগান।

গম্ভীর বলেন, ‘মরগানের অধিনায়কত্ব সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারছি না। কারণ আনুষ্ঠানিকভাবে সে অধিনায়ক হলেও প্রকৃতপক্ষে সব সিদ্ধান্ত নেয় দলের ভিডিও অ্যানালিস্ট। মরগান সবসময় ভিডিও অ্যানালিস্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আমি জানি না মাঠে এবং মাঠের বাইরে তার অধিনায়কত্ব কতটুকু প্রভাব ফেলে।’
এদিকে এবারের আসরে প্লে অফ নিশ্চিত করা বাকি তিন অধিনায়ক হলেন, বিরাট কোহলি, ঋষভ পান্ত ও মহেন্দ্র সিং ধোনি। গম্ভীরের মতে, তাদের মধ্যে বিরাট সফল অধিনায়ক হলেও তার অধিনায়কত্ব উপভোগ্য নয়।
গম্ভীর বলেন, ‘বিরাট দারুণ অধিয়ানায়ক। কিন্তু সত্যি বলতে, আমি তার অধিনায়কত্ব উপভোগ করি না। যদিও সাম্প্রতিক সময়ে সে অধিনায়ক হিসেবে সাফল্য পাচ্ছে। অধিনায়ক হিসেবে তার শেষ আইপিএল এটি। তাই সে দারুণভাবে উপভোগ করছে এবং দল হিসেবে ভালো খেলছে।’