টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, বিশ্বাস সুজনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:27 রবিবার, 10 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলা বাংলাদেশের জয় মোটে ৫ টিতে। আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সুখস্মৃতি বলতে ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানো। পরবর্তীতে আরও চারবার জয় পেলেও সেগুলো কেবলই বাছাই পর্বে। 

২০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের সুখস্মৃতি না থাকলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে বিশ্বাস করেন খালেদ মাহমুদ সুজন। সদ্য বোর্ড পরিচালক নির্বাচিত হওয়া সুজন মনে করেন, এই ফরম্যাটে যেকোনো দল যে কাউকে হারাতে পারে। 

এ প্রসঙ্গে সুজন বলেন, ‘আমার প্রত্যাশা সবসময় ভালো। আমি চিন্তা করি, বাংলাদেশ নিজেদের খেলাটা খেলবে। আমি বলেছি, বাংলাদেশ সেমি-ফাইনাল খেলবে বলে আমি বিশ্বাস করি। অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বড় বড় দল থাকতে আমরা কীভাবে সেমিফাইনাল খেলব। আমি বলব, এই সংস্করণটা এমন, যে কেউ এখানে যে কাউকে হারাতে পারে।’

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হাতের নাগালে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। তবে বারবার একই ভুল হবে না বলে মনে করেন সুজন। এদিকে সুজনকে স্বপ্ন দেখাচ্ছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমানদের অভিজ্ঞতা। 

সময়ের সঙ্গে অভিজ্ঞতা বেড়েছে লিটন দাসেরও। সাম্প্রতিক সময়ে টপ অর্ডাররা ছন্দে না থাকলেও লিটন-নাইম শেখ এবং সৌম্য সরকাররা জ্বলে উঠতে পারলে বাংলাদেশকে আটকানো কঠিন হবে বলেন মনে করেন সুজন। 

তিনি বলেন, ‘এর আগে ভারতের কাছে এই সংস্করণে জেতা ম্যাচ আমরা হেরেছি। বারবার তো আমরা একই ভুল করব না। আমার দলে মুশফিক, সাকিব, রিয়াদ, মুস্তাফিজের মতো সিনিয়র ক্রিকেটার আছে। টপ অর্ডার জ্বলে উঠলে… লিটন এখন অনেক অভিজ্ঞ, নাঈম শেখ, তারা যদি জ্বলে ওঠে, আমাদের আটকানো মনে হয় মুশকিল হবে।’