আইপিএল

মুম্বাইয়ে হার্দিকের ভবিষ্যৎ দেখছেন না শেবাগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:00 রবিবার, 10 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটে-বলে দারুণ পারফর্ম করায় ভারতের মতো মুম্বাই ইন্ডিয়ানসেরও গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়া। তবে ইনজুরির কারণে হঠাৎই খেই হারিয়ে ফেলেছেন ভারতের এই অলরাউন্ডার। গেল ‍দুই মৌসুমে মুম্বাইয়ের হয়ে ছিলেন নিজেন চেনা ছন্দে। চোট কাটিয়ে মাঠে ফিরলেও পুরোপুরি ফিট না হওয়ায় বল হাতে দেখা যাচ্ছে না হার্দিককে।

তাতে আগামী মৌসুমে মুম্বাইয়ের হয়ে হার্দিকের খেলার সম্ভাবনা কম দেখছেন বীরেন্দর শেবাগ। বোলিং করতে না পারলে আগামী মৌসুমে পান্ডিয়াকে ধরে রাখা মুম্বাইয়ের উচিত হবে না বলে মনে করেন তিনি। আগামী প্লেয়ার্স ড্রাফটে রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও ইশান কিশানকে ধরে রাখতে মুম্বাইকে পরামর্শ দিয়েছেন শেবাগ।

২০২২ সালের আইপিএলে আট দলের পরিবর্তে দশটি দল নিয়ে মাঠে গড়াবে আইপিএল। নতুন নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলো তিনজন ক্রিকেটার ধরে রাখতে পারবে বলে গুঞ্জন চলছে। তেমনটি হলে রোহিত ও বুমরাহর সঙ্গে তরুণ ইশানকে রেখে দিলে মুম্বাই উপকৃত হবে বলে মনে করছেন শেবাগ।

এ প্রসঙ্গে শেবাগ বলেন, ‘আমি মনে করি ইশান কিশান, রোহিত শর্মা এবং জসপ্রিত বুমরাহকে ধরে রাখব। ইশানের বয়স তাই সে আপনাকে দীর্ঘসময় সার্ভিস দিতে পারবে। তাই আমার মতে মুম্বাইয়ে সে দীর্ঘ সময়ের জন্য থাকবে। যদি হার্দিক পান্ডিয়া বোলিং না করে আমি মনে করি না যে সে নিলামে মোটা অঙ্কের টাকায় বিক্রি হবে। কারণ তার চোটের বিষয়টি নিয়ে সবাই দুইবার ভাববে।’

পান্ডিয়া বোলিং করতে পারলে মুম্বাই তার কথা ভেবে দেখতে পারে বলে মনে করছেন শেবাগ। এদিকে বয়স কম হওয়ায় বেশ কয়েক বছর মুম্বাইয়ে সার্ভিস দিতে পারবে ইশান। তাই পান্ডিয়ার পরিবর্তে মুম্বাইয়ের ভবিষ্যৎ হিসেবে ইশানকে এগিয়ে রাখছেন তিনি।

ভারতের সাবেক এই ব্যাটসম্যান বলেন, ‘সে (পান্ডিয়া) হয়তো বল করবে কিংবা করবে না। সে যদি ফিট হয়ে ফিরে এসে বোলিং শুরু করে তাহলে দল তাকে অকশনে কিনতে পারে। ইশান কিশান বতর্মানে যে ধাচের পারফরম্যান্স দেখিয়েছে, তাতে টপ অর্ডার হিসেবে ওর কাছ থেকে আগামীতে আরও অনেক কিছু আশা করা যায়। বিপরীতে হার্দিক পান্ডিয়া নিচের দিকে ব্যাটিং করে।’