টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:47 রবিবার, 10 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। রবিবার (১০ অক্টোবর) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিআরএস এর ব্যবহার থাকার ফলে ক্রিকেটাররা আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। তবে আইসিসির নিয়ম অনুযায়ী প্রত্যেক ইনিংসে একটি দল সর্বোচ্চ দুইবার রিভিউ নিতে পারবে।

করোনা মহামারীকালে বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাই গত বছর থেকেই টি-টোয়েন্টিতে প্রতি ইনিংসে দুটি করে রিভিউ ব্যবহার করার নিয়ম চালু হয়েছিল। আর সেই নিয়মই বহাল থাকছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

এর আগে ওয়ানডে বিশ্বকাপসহ আইসিসির সব ধরনের বড় আসরেই এই প্রযুক্তির সফল ব্যবহার হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বেশিরভাগ দ্বিপাক্ষিক সিরিজেও ব্যবহার করা হয় এই প্রযুক্তি।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ইতোমধ্যেই ওমানে অবস্থান করছে বাংলদেশ দল। ওমানে অনুষ্ঠিত বাছাই পর্বে নিজেদের গ্রুপে সেরা দুইয়ে থাকতে পারলে, বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বসেরা হওয়ার এই লড়াই। আসরে বাংলাদেশসহ অংশ নিচ্ছে মোট ১৬টি দল। আগামী ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের।